TRENDING:

লকডাউনের ফল! দেশে ৪ কোটি মানুষের হাতে আর থাকবে না মোবাইল ফোন: রিপোর্ট

Last Updated:
মে মাসের শেষে এমন অবস্থার সম্মুখীন হবেন এত বিপুল সংখ্যক দেশের মানুষ৷
advertisement
1/5
লকডাউনের ফল! দেশে ৪ কোটি মানুষের হাতে আর থাকবে না মোবাইল ফোন: রিপোর্ট
▪️করোনা মকোবিলায় গৃহবন্দি সকলে৷ এখন মোবাইল ফোনেই ভরসা সবার৷ যোগাযোগ রাখা হোক বা সময় করে সিনেমা দেখা বা অন্য কোনও প্রয়োজন, মোবাইল ছাড়া গতি নেই৷ এমনকি বাড়িতে বসে করোনার প্রাথমিক পরীক্ষার জন্য সরকারি আরোগ্য সেতু অ্যাপও খুলতে হচ্ছে মোবাইলের মাধ্যমে৷
advertisement
2/5
▪️কিন্তু রিপোর্ট বলছে লকডাউনের ফলে মে মাসের শেষে দেশে প্রায় ৪ কোটি মানুষের হাতে আর থাকবে না মোবাইল৷ কারণ...
advertisement
3/5
▪️ICEA(ইন্ডিয়া সেলুলার এন্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন) জানিয়েছে যে তাদের হিসেব অনুযায়ী প্রতি মাসে আড়াই কোটি মোবাইল বিক্রি হয় দেশে৷ এবং ৮৫ কোটি ভারতীয় এখন মোবাইল ফোন ব্যবহার করেন৷
advertisement
4/5
▪️সংস্থা জানাচ্ছে যে এর মধ্যে ০.২৫ শতাংশ মোবাইল প্রতি মাসে খারাপ হয়৷ বর্তমানের ৮৫ কোটি মোবাইল গ্রাহকের হিসেব অনুযায়ী যার সংখ্যা দাঁড়ায় আড়াই কোটি৷ ইতিমধ্যেই মোবাইলের সমস্যায় পড়েছেন অনেকে৷ কিন্তু মোবাইল সারাইয়ের দোকান খোলা নেই৷ তাই সমস্যার সমাধান হচ্ছে না৷
advertisement
5/5
▪️এই হিসেব তুলে ধরে সরকারের কাছে মোবাইল ফোনকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় যুক্ত করার আবেদন জানাবে সংস্থা৷ অনলাইন পরিষেবার মোবাইল বিক্রিকে ছাড়পত্র দেওয়া হোক, এই আর্জি জানানো হয়েছে ICEA তরফে৷ না হলে মোবাইল খারাপ হওয়া বা অন্য সমস্যায় মোবাইল আর পাবেন না অনেকেই৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনের ফল! দেশে ৪ কোটি মানুষের হাতে আর থাকবে না মোবাইল ফোন: রিপোর্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল