Buying Car Without Loan: Car Loan ছাড়াই কিনুন ১০ লাখ টাকার নতুন গাড়ি, শুধু এই ফর্মুলা জানা থাকলেই কেল্লা ফতে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Buying Car Without Loan: বিনা লোনে গাড়ি কেনার একটা ফর্মুলা রয়েছে। ব্যয় এবং সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখতে এই ফর্মুলা ব্যবহার করা হয়।
advertisement
1/7

নতুন হোক বা পুরনো, গাড়ি কেনার সময় অধিকাংশ মানুষই ব্যাঙ্ক থেকে লোন নেন। কিন্তু লোন না নিয়ে গাড়ি কেনা যাবে না, এমন নয়। ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন হলে, ব্যাঙ্ক থেকে লোন না নিয়েই ১০ লাখ টাকার গাড়ি কিনতে পারেন যে কেউ।
advertisement
2/7
বিনা লোনে গাড়ি কেনার একটা ফর্মুলা রয়েছে। একে বলে ৫০:৩০:২০ ফর্মুলা। ব্যয় এবং সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখতে এই ফর্মুলা ব্যবহার করা হয়। এতে আয়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। কীভাবে? ধরা যাক, কারও বেতন ৫০ হাজার টাকা। এবার ৫০:৩০:২০ ফর্মুলা বুঝে নেওয়া যাক। ৫০ শতাংশ+ ৩০ শতাংশ+ ২০ শতাংশ = ১০০ শতাংশ। অর্থাৎ উপার্জনকে তিন ভাগে ভাগ করা হল।
advertisement
3/7
উপার্জনের প্রথম ৫০ শতাংশ জরুরি প্রয়োজন মেটানোর জন্য। অর্থাৎ এই টাকা খাবারদাবার, বাড়ি ভাড়া, শিক্ষা-সহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় হবে। এবার ৩০ শতাংশ টাকা খরচ করা যাবে নিজের ইচ্ছা অনুযায়ী। যেমন সিনেমা দেখা, কেনাকাটা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া ইত্যাদি।
advertisement
4/7
বাকি ২০ শতাংশ টাকা সঞ্চয়ের করতে হবে। অবসর পরিকল্পনা, সন্তানের উচ্চশিক্ষা, বিয়ে, জরুরি অবস্থা ইত্যাদির জন্য। এই ২০ শতাংশই আসল। ব্যাঙ্ক লোন না নিয়ে গাড়ি কেনার রহস্য লুকিয়ে রয়েছে এই ২০ শতাংশেই।
advertisement
5/7
এখন ৫০ হাজার টাকা বেতন হলে ৫০:৩০:২০ ফর্মুলায় ২০ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা সঞ্চয়ের জন্য থাকছে। যদি কেউ এই ১০ হাজার টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে ৬ বছরে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭,২০,০০০ টাকা।
advertisement
6/7
১২ শতাংশ রিটার্নের হার ধরলে সুদ থেকে মিলবে ৩,৩৭,৫৭০ টাকা। অর্থাৎ সুদে আসলে তিনি ১০,৫৭,৫৭০ টাকা রিটার্ন পাবেন।
advertisement
7/7
১০ লাখ টাকা দিয়ে অনায়াসে এসইউভি গাড়ি কেনা যায়। এর জন্য ব্যাঙ্ক লোন নিতে হবে না। থাকবে না প্রতি মাসে ইএমআই দেওয়ার দুশ্চিন্তাও। শুধু সঠিক পদ্ধতিতে সঞ্চয় করতে হবে। এটাই ৫০:৩০:২০ ফর্মুলার মাহাত্ম্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Buying Car Without Loan: Car Loan ছাড়াই কিনুন ১০ লাখ টাকার নতুন গাড়ি, শুধু এই ফর্মুলা জানা থাকলেই কেল্লা ফতে