advertisement
1/5

ইলেক্ট্রিক বাইক ঘরে আনুন ৷ এমনই বার্তা দেশের এক নামী গাড়ি সংস্থা ৷ কারণ হিসেবে অবশ্যই উঠে আসছে ইলেক্ট্রিক বাইকের দূষণরোধের ক্ষমতা ৷ শুধু তাই নয়, নতুন ইলেক্ট্রিক বাইকে পাবেন একেবারে ৬হাজার টাকার ছাড় ৷
advertisement
2/5
পুরনো পেট্রোলে চলা দু-চাকার বিনিময় আপনি পাবেন এই ৬ হাজার টাকার ছাড় ৷ আপনার যে বাইকটি অনেক পুরনো হয়েছে বা প্রায় বাতিলের সময় হয়েছে, তা বদলে এবার আর পেট্রোল বাইক না কিনে ফেলুন ইলেক্ট্রিক বাইক ৷ এতে থাকছে অনেক সুবিধা, যেমন...Photo Courtesy: HeroMoto Corp
advertisement
3/5
হিরো মটরস জানাচ্ছে যে এই ইলেক্ট্রিক বাইকে আপনা প্রায় ৩ বছরে ৭০হাজার টাকা বাঁচবে ৷ কারণ ইলেক্ট্রিক বাইক তো শুধুমাত্র ইলেক্ট্রিক চার্জে চলবে, কোন পেট্রোলের প্রয়োজন নেই ৷ তাই বাঁচবে পেট্রোলের দামও ৷ Photo Courtesy: HeroMoto Corp
advertisement
4/5
দেশে এখন প্রায় ৫কোটি পুরনো পেট্রোল চালিত দু-চাকা চলছে ৷ পরিবেশে দূষণের মাত্রা ভীষণভাবেই বাড়ছে এরফলে ৷ এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ ইলেক্ট্রিত চালিত বাইক ৷ কারণ এর থেকে কোনভাবে ধুয়ো নিঃসরন হয় না ৷ Photo Courtesy: HeroMoto Corp
advertisement
5/5
হিরো-র এই ওফারে থাকছে ৩বছরের ওয়ারেন্টি ৷ সবুজ বাঁচান এই বার্তা নিয়ে আসছে এই সংস্থা ৷ তাঁদের আশা এমন ছাড় ও সুবিধার ফলে অনেকেই ঝুঁকবেন এই ইলেক্ট্রিক টু হুইলারের দিকে ৷ Photo Courtesy: HeroMoto Corp