TRENDING:

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নয়া পদক্ষেপ সরকারের, এই কাজ না করলে দিতে হবে ফাইন

Last Updated:
নয়া পদক্ষেপ সরকারের
advertisement
1/5
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নয়া পদক্ষেপ সরকারের, এই কাজ না করলে দিতে হবে ফাইন
দেশে 'ক্যাশলেস' অর্থনীতি পদ্ধতি মজবুত করতে নয়া পদক্ষেপ সরকারের। ২০২০-র ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে নয়া নিয়ম। যে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার বার্ষিক টার্নওভার ৫০ কোটি বা তার থেকে বেশি, তারা গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট-এর সুবিধা দিতে না পারলে প্রতিদিন ৫০০০ টাকা মাশুল গুনতে হবে।
advertisement
2/5
Central Board of Direct Taxes (CBDT)-এর নির্দেশিকা অনুযায়ী, ব্যবসায়ীদের ২০২০-র ৩১ জানুয়ারির মধ্যে এই ডিজিটাল পেমেন্ট-এর পরিষেবা ইনস্টল করতে হবে।
advertisement
3/5
CBDT-র তরফে জানানো হয়, ফিনান্স অ্যাক্ট-এর 271DB ধারা অনুযায়ী, ২০২০-র ৩১ জানুয়ারির আগে যাঁরা ডিজিটাল পেমেন্ট-এর পরিষেবা ইনস্টল করে নেবেন, তাঁদের কোনও ফাইন ভরতে হবে না।
advertisement
4/5
ডিজিটাল নেনদেন করতে পারেন RuPay ও UPI-র মাধ্যমে। থাকছে না Merchant Discount Rate (MDR)।
advertisement
5/5
জুলাইতে অর্থমন্ত্রী নির্মলা শীতারমণ জানান, কম খরচের ডিজিটাল লেনদেন-এর মাধ্যম হিসেবে রয়েছে BHIM UPI, UPI-QR Code, আধার পে ও নির্দিষ্ট কিছু ডেবিট কার্ড।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নয়া পদক্ষেপ সরকারের, এই কাজ না করলে দিতে হবে ফাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল