Deaf And Dumb Couple Business Idea: ইশারায় হাসি-কান্না, নীরব জীবন! কী ভাবে মেয়েকে বড় করছেন মূক ও বধির দম্পতি? দেখুন!
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Deaf And Dumb Couple Business Idea: মূক ও বধির দম্পতি 'এই' ব্যবসা করেই চালাচ্ছেন সংসার! বাড়িতে রয়েছেন আশি বছরের বৃদ্ধ বাবা। হাল না ছেড়ে কন্যাকেও বড় করছেন এই দম্পতি। কীভাবে? দেখুন!
advertisement
1/6

বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়ার জ্ঞানেন্দ্রনগর এলাকার বাসিন্দা দীপক কুমার বটব্যাল এবং ঝুমা বটব্যাল জন্মগতভাবেই কথা বলতে বা শুনতে পাননা।
advertisement
2/6
বৃদ্ধ শ্বশুর এবং কন্যার সঙ্গে ইশারাতেই চলে নিস্তব্ধ বাক্যালাপ এবং হাসি-কান্না।
advertisement
3/6
সংসারের হাল ধরতে কাপড় সেলাই করে থাকেন দম্পতি এবং সেই কাপড় ব্যাগে ভরে শহরে গিয়ে দিয়েও আসেন দীপক কুমার বটব্যাল।
advertisement
4/6
বৃদ্ধ রিটায়ার্ড বাবা, এবং নিজের কন্যা সন্তানের দায়িত্ব তুলে নিতে মুক ও বধির এই দম্পতি বিগত ১০ বছর ধরে সেলাই করে সংসারের হাল ধরেছেন।
advertisement
5/6
দীপক কুমার বটব্যালের বছর ৮০ এর বাবা ষষ্ঠী চরণ বটব্যাল জানান, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাঁর ছেলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে সংসারের হাল ধরতে কাপড় সেলাই করে থাকেন এবং সেই কাপড় ব্যাগে ভরে শহরে গিয়ে দিয়েও আসেন।
advertisement
6/6
কথায় আছে
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Deaf And Dumb Couple Business Idea: ইশারায় হাসি-কান্না, নীরব জীবন! কী ভাবে মেয়েকে বড় করছেন মূক ও বধির দম্পতি? দেখুন!