TRENDING:

মাসে মাসে ৪ লাখ টাকার আয়...! ফুলে ফেঁপে লালে লাল ১৮ বছর বয়সি যুবক! কী এমন করলেন?

Last Updated:
Business Tips: সবাইকে চমকে দিলেন নাসিকের যুবক। নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়ে, নাসিকের ১৮ বছর বয়সি ঋষিকেশ বোধক তাঁর নিজস্ব মাটন ভাকরি সেন্টার তৈরি করে ফেলেছেন এবং তা থেকেই এই তরুণ উদ্যোক্তা প্রতি মাসে ৩ থেকে ৪ লক্ষ টাকার ব্যবসা করছেন।
advertisement
1/8
মাসে মাসে ৪ লাখ টাকার আয়...! ফুলে ফেঁপে লালে লাল ১৮ বছর বয়সি যুবক! কী এমন  করলেন?
আজকাল নতুন প্রজন্মের মধ্যে ক্রমশ বাড়ছে ব্যবসায় উৎসাহ। মাসে মাসে ধরা বাধা স্যালারির ফাঁদে পা না দিয়ে, লাখ লাখ টাকা রোজগারের ঝোঁক বাড়ছে। অল্প বিনিয়োগে কী ভাবে বড় ব্যবসা তৈরি করে তাক লাগানো যায়, তা নিয়ে চলছে চমকে দেওয়া সব পথ।
advertisement
2/8
এবার এই ক্ষেত্রেই সবাইকে চমকে দিলেন নাসিকের যুবক। নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়ে, নাসিকের ১৮ বছর বয়সি ঋষিকেশ বোধক তাঁর নিজস্ব মাটন ভাকরি সেন্টার তৈরি করে ফেলেছেন এবং তা থেকেই এই তরুণ উদ্যোক্তা প্রতি মাসে ৩ থেকে ৪ লক্ষ টাকার ব্যবসা করছেন।
advertisement
3/8
যে বয়সে ছেলেরা আড্ডা মেরে, হালকা জীবন যাপনে সময় কাটিয়ে যায় সেই বয়সেই নিজের পায়ে দাঁড়াতে ব্যবসাকে অবলম্বন করার যুদ্ধে নেমে পড়েছিলেন এই যুবক। আর আজ তাই সেই স্বপ্ন উড়ান পাড়ি দিচ্ছে অনেক উঁচুতে।
advertisement
4/8
পারিবারিক অবস্থা খারাপ থাকায় ঋষিকেশ প্রথমে তাঁর বাবার সঙ্গে অন্যের হোটেলে কাজ করত। কিন্তু কিছুদিন পর ঋষিকেশের বাবা নিজের উদ্যোগে একটি ছোট স্ন্যাক্স সেন্টার চালু করেন।
advertisement
5/8
এরপর ঋষিকেশ তাঁর দোকানটি চালানো শুরু করেন। পড়াশোনার প্রতি কোনও আগ্রহ না থাকায়, যুবক নিজের ব্যবসা সম্প্রসারণের চিন্তাভাবনাতেই দিনরাত মজে থাকতেন।
advertisement
6/8
আজ এই যুবকের বয়স মাত্র ১৮ বছর অথচ বাবা-মায়ের সাহায্যে এবং নিজের জেদের জোরে, এই যুবক নাসিকে নিজের চার চারটি দোকান চালাচ্ছেন। একসময় অন্যদের অধীনে কাজ করা ঋষিকেশও প্রতি মাসে ৩ থেকে ৪ লক্ষ টাকা আয় করছেন। শুধু তাই নয়, আজ এই যুবকই আরও ১০ জনকে তাদের সংসার চালাতে সাহায্য করে চলেছেন।
advertisement
7/8
করোনাকালে হোটেল বন্ধ হওয়ার উপক্রম হলেও হাল ছাড়েননি নাসিকের এই যুবক। এতদিন বাবা-মায়ের সঙ্গে একগুঁয়েমি দেখানো, লড়াই করা এই যুবক এখন তার স্বপ্ন পূরণ হতে দেখছেন।
advertisement
8/8
যে বয়সে ছোট অল্প বয়সি ছেলেমেয়েরা আনন্দ করতে, ঘুরে বেড়াতে মশগুল থাকে, সেই বয়সে এই যুবক তাঁর নিজস্ব সাম্রাজ্য তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছেন। বর্তনাম তরুণ প্রজন্মের জন্য ঋষিকেশ যেন এককথায় এক আদর্শ হয়ে উঠেছেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাসে মাসে ৪ লাখ টাকার আয়...! ফুলে ফেঁপে লালে লাল ১৮ বছর বয়সি যুবক! কী এমন করলেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল