Business News: স্বল্প পুঁজিতে আকর্ষণীয় লাভ! বাড়িতে বসেই শুরু করুন ডিজাইনার মোমবাতির ব্যবসা, জানুন খুঁটিনাটি
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বাড়িতে বসেই শুরু করতে চান ব্যবসা ? কিন্তু পুঁজি খুব সামান্য ? তাহলে এই ব্যবসায় স্বল্প বিনিয়োগে রয়েছে আকর্ষণীয় লাভের সুযোগ। শুধু দরকার বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
advertisement
1/7

বাড়িতে বসেই শুরু করতে চান ব্যবসা ? কিন্তু পুঁজি খুব সামান্য ? তাহলে এই ব্যবসায় স্বল্প বিনিয়োগে রয়েছে আকর্ষণীয় লাভের সুযোগ। শুধু দরকার বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
advertisement
2/7
মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন ডিজাইনার মোমবাতির ব্যবসা। গোটা বছর উপহারের সামগ্রী হিসাবে এর চাহিদা থাকে তুঙ্গে! আবার দিলওয়ালি ও অন্যান্য পুজোয় চাহিদা হয়ে যায় দ্বিগুণ।
advertisement
3/7
এই ব্যবসা করেই এখন লাভবান পূর্ব বর্ধমানের এক মহিলা। প্রথম শখের বসে শুরু করলেও এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন এই ব্যবসাকে। প্রথম শুরু করেছিলেন পাঁচ হাজার টাকা দিয়ে। বর্তমানে সামাজিক মাধ্যমে এই ব্যবসা করেই লাভবান হচ্ছেন তিনি। সারা বছরই উপহারের সামগ্রী হিসাবে ডিজাইনার মোমবাতির চাহিদা থাকে বলে জানান তিনি।
advertisement
4/7
স্বল্প বিনিয়োগে শুরু করতে পারেন ডিজাইনার মোমবাতির ব্যবসা। এই ব্যবসা শুরুর জন্য প্রথম আপনাকে কিনতে হবে বিভিন্ন ডিজাইনের সিলিকন মোল্ড, মোম (যেমন সয়া মোম, প্যারাফিন মোম, মৌমাছির মোম), মোম গলানোর মেশিন, ডিসপোজাল কাপ, সুতো (উইক), সুগন্ধি তেল, রং।
advertisement
5/7
প্রথম মোম গলিয়ে নিতে হবে মেশিনের সাহায্যে। তারপর যে ডিজাইনের মোম বানাতে চান সেই অনুযায়ী মোল্ডে সুতো আটকে নিতে হবে এবং তাতে ওই লরল মোম ঢেলে দিতে হবে। রঙিন মোমবাতি তৈরি করতে চাইলে মিশিয়ে নিতে হবে রং। চাইলে মিশাতে পারেন এসেন্স। এর পর অপেক্ষা করতে হবে মোম শক্ত হওয়া পর্যন্ত। মোম শক্ত হয়ে গেলে মোল্ড থেকে ধীরে ধীরে তা বের করে নিতে হবে।
advertisement
6/7
তারপর ইচ্ছামত সুন্দর করে তা প্যাকেট করে নিতে হবে। আপনার তৈরি এইসব জিনিস আপনি বিক্রি করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা গিফটের দোকানের মাধ্যমে। বর্তমানে এই ধরনের ডিজাইনার মোমবাতি চাহিদা তুঙ্গে ফলে সোশ্যাল মিডিয়ায় এইসব মোমবাতির ছবি আপলোড করে বিক্রি করতে পারেন সহজেই। ডিজাইনের উপর নির্ভর করে কুড়ি টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয় এইসব মোমবাতি।
advertisement
7/7
বর্তমানে হোমমেড সুগন্ধী ডিজাইনার মোমবাতির চাহিদা খুবই বেশি। কারণ এই মোমবাতিগুলি আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করাতে পারবেন। লেখাতে পারবেন নিজের অথবা প্রিয়জনের নাম। ফলে বিভিন্ন অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য এই মোমবাতিগুলি বর্তমানে অনেকেরই খুব পছন্দের
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business News: স্বল্প পুঁজিতে আকর্ষণীয় লাভ! বাড়িতে বসেই শুরু করুন ডিজাইনার মোমবাতির ব্যবসা, জানুন খুঁটিনাটি