TRENDING:

Credit Card, Debit Card-এর PIN জেনারেটের সময় খুব সাবধান, একটু ভুলই নিমেষে অ্যাকাউন্ট ফাঁকা, বসতে হবে পথেও!

Last Updated:
Debit Card: খুব সাবধান, খুব সতর্ক থাকুন পিন জেনারেটের সময়
advertisement
1/15
Credit Card, Debit Card-এর PIN জেনারেটের সময় খুব সাবধান, একটু ভুলই সব শেষ করবে
ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন বছরের পর বছর এক রেখে যাচ্ছেন এতে বাড়ছে ঝুঁকিও ৷ এই স্বভাব মোটেই ভাল নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
কোনও ভাবে কোনও অসাধু ব্যক্তির সংস্পর্শে পিন এলে এতে হিতে বিপরীত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এটা মনে রাখা কোনও ভাবেই সম্ভব নয় কোথায় কতবার পিন দিয়েছেন ৷ সেই কারণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
তিন মাস ছাড়া ছাড়া পিন পরিবর্তন করতে হবে ৷ পদ্ধতি সঠিক ভাবে জেনে প্রয়োগ করুন সহজেই করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন সেট করার সময়ে বেশ কয়েকটি বিষয় মনে রাখতে হবে তবেই সুরক্ষিত থাকা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
নিজের পিন অন্য কারোর থেকে পিনের থেকে আলাদা ৷ দৈনিক জীবনে এর প্রয়োগ রয়েছে ৷ যেমন ফোন আনলক কোড, ইমেল পাসওয়াড এক্কেবারেই নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
সুরক্ষা পিন '1234' বা '0000' এই ধরনের একদমই করবেন না ৷ এটি সব থেকে সহজ পিন সবার মাথাতেই ঘোরাফেরা করে ৷ তাই এই পিন কখনই দেবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
সংখ্যা এমন দিতে হবে যা কেউ ভেবেও কুল কিনারা পাননা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
সুরক্ষা পিন যত বড় বা দীর্ঘ হবে হ্যাকারের পক্ষে তা ভাঙা মোটেই সহজ হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
সুরক্ষিত থাকতে নিয়মিত পিনের পরিবর্তন করুন, পিনের পরিবর্তন বা এটি তিনমাসে বা ৬ মাসে পরিবর্তিত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
নানান ধরনের সমস্যা বা দুর্নীতির হাত থেকে বাঁচতে নিয়মিত রপিন পরিবর্তন আবশ্যিক ৷ এটিএম কার্জের পিন কখনই কোন কাগজ চিরকুট ফোনে লিখে বা সেভ করে মোটেই রাখবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
পিন নম্বর সুরক্ষিত রাখতে এই বিষয়ে কখনই কারোর সঙ্গে আলাপ আলোচনা করবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
ভিড় এলাকায় এটিএম কার্ড ব্যবহার করবেন না এতে সমস্যায় পড়তে পারেন ৷ অসুরক্ষিত জায়গায় এটিএম কার্ডের ব্যবহার মোটেই করবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
যদি ফোনে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে পিন বা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা ব্যবহার করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
এমন সমস্ত মেসেজ ও ইমেল থেকে সতর্ক থাকুন যেখানে বারেবারে ডেবিট ও ক্রেডিট কার্ডের বিস্তারিত বিবরণ চাওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Credit Card, Debit Card-এর PIN জেনারেটের সময় খুব সাবধান, একটু ভুলই নিমেষে অ্যাকাউন্ট ফাঁকা, বসতে হবে পথেও!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল