ঘরে বসেই মায়েরা শুরু করতে পারেন এই ব্যবসা, চাকরিতে ফিরে যেতে আর ইচ্ছা করবে না!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এগুলো এমনই যা সব মায়েরা সংসার আর সন্তান সামলেও দিব্যি চালিয়ে যেতে পারবেন।
advertisement
1/6

মাতৃত্বকালীন ছুটি ব্যাপারটা, বলতে নেই, অনেক মায়ের কাছেই আজকাল একটা গলার কাঁটা হয়ে থাকে। এই সময়ে যে সকল সুবিধা এবং যতকটা দিন তাঁদের দরকার, তা যে তাঁরা চাইলেই পান- এমনটা কিন্তু নয়।
advertisement
2/6
বাস্তবকে মেনে নিয়ে, সন্তানের মুখের দিকে চেয়ে তখন কাজ ছাড়তে বাধ্য হন অনেকেই। অনেকে আবার সন্তান একটু বড় হয়ে যাওয়ার পরে যখন কাজ খুঁজতে শুরু করেন, মনের মতো অফার আর পান না কেরিয়ারে একটা বিরতি পড়ে গিয়েছে বলে।
advertisement
3/6
এই সব সমস্যা সরিয়ে চাকরিকে ধুর ছাই বলা যেতেই পারে। সঙ্গে থাক শুধু একটু ধৈর্য, অবসর সময়ে কিছু করার তাগিদ আর এই কয়েক ঘরে বসে ব্যবসার আইডিয়া- এগুলো এমনই যা সব মায়েরা সংসার আর সন্তান সামলেও দিব্যি চালিয়ে যেতে পারবেন।
advertisement
4/6
মায়েদের জন্য সোশ্যাল মিডিয়া পেজ কথা যখন হচ্ছে মায়েদের নিয়েই, তখন তাঁদের দরকারের কথাটাকেই সবার আগে ভেবে দেখা যাক। একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ থেকে যে টাকা রোজগার করা যায়, তা সবাই জানেন। হতে পারে সেটা ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ, হতে পারে সেটা ইউটিউব চ্যানেল। এখানে মায়েদের এবং তাঁদের দরকারের কথা থাক, সবাই মিলে আলোচনার সুযোগ থাক, কোথায় কী পাওয়া যাবে থাক তার হালহদিশও। পেজ যত জনপ্রিয় হবে, বিজ্ঞাপন আসবে, সঙ্গে টাকাও।
advertisement
5/6
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস মায়েরা যে কীভাবে সংসার এবং পরিবারের সদস্যদের সাহায্য করে যান, সে আর কে না জানেন! এই হাত বাড়িয়ে দেওয়া যায় ক্লায়েন্টের দিকেও, ধরাবাঁধা সময়ে কাজে বসার কোনও প্রশ্নই উঠছে না- এই এক মস্ত সুবিধা এই ধরনের কাজের। বাচ্চা যখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে টুক করে সেরে ফেলা যায় ক্লায়েন্টের কাজ অথবা নিজের সুবিধামতো যে কোনও সময়ে। ঠিকভাবে করে উঠতে পারলে কিন্তু ক্লায়েন্টের ভিড়, চাহিদা আর পেমেন্ট তিনটেই কেবলই বাড়তে থাকবে।
advertisement
6/6
ডেটা এন্ট্রি এর মতো সহজ কাজ আর হালে হয় না। খুব বেশি কিছু করারও থাকে না- কপি আর পেস্ট করা ছাড়া, একটু-আধটু টাইপ করা তার সঙ্গে। এখানেও সময়ের মেয়াদ নিয়ে সমস্যায় পড়তে হবে না। শুধু দেখে নিতে হবে সংস্থা যেন বিশ্বাসযোগ্য হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ঘরে বসেই মায়েরা শুরু করতে পারেন এই ব্যবসা, চাকরিতে ফিরে যেতে আর ইচ্ছা করবে না!