Business Idea: মাটির নয় কাঠের ছোট পুতুল বানিয়ে স্বনির্ভর হচ্ছেন মহিলারা! কিনতে ভিড় ক্রেতাদেরও
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Business Idea: আদিবাসী, বর কনে, বাউল, পূজারিনী সহ বিভিন্ন ধরণের জোড়া পুতুল মিলছে উত্তর দিনাজপুর জেলার হস্তশিল্প মেলায়।গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটি হল পুতুল।
advertisement
1/6

উত্তর দিনাজপুর: একটা সময় রথের মেলা আসলেই মাটির পুতুল ও বিভিন্ন কাঠের পুতুলের দেখা মিলত। তবে এখন শুধু রথের মেলা নয় যেকোনওহস্তশিল্প মেলাতেই দেখা মেলে হরেক রকমপুতুলের। পিয়া গুপ্তার প্রতিবেদন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
আদিবাসী, বর কনে, বাউল, পূজারিনী সহ বিভিন্ন ধরণের জোড়া পুতুল মিলছে উত্তর দিনাজপুর জেলার হস্তশিল্প মেলায়।গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটি হল পুতুল। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
গ্রাম বাংলার অধিকাংশ মানুষ বর্তমানে এই পুতুল তৈরির সঙ্গে যুক্ত। আগে মাটির পুতুলের রমরমা চাহিদা ছিল মেলাগুলিতে। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে মাটির পুতুল নয় কাঠের পুতুলই করেছে বাজার দখল। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
জানা যায় নিম কাঠ দিয়ে মূলত এই পুতুলতৈরি হয়। কাঠকে সেদ্ধ করে তাকে বিভিন্ন আকারদিয়ে এই পুতুলতৈরি হয়। বহু বছর ধরে পুতুল তৈরির সঙ্গে যুক্ত সোমা চট্টোপাধ্যায় জানান, সেদ্ধ করা কাঠ গুলোকে মেশিন দিয়ে বিভিন্ন পুতুলের আকারে করা হয়। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
এই পুতুল গুলির মধ্যে অন্যতম আদিবাসী বর কনে, সাঁওতাল, পূজারিণী, বর বউ সহবিভিন্ন ধরনের পুতুল। এ পুতুলগুলো মাত্র ১৩০ টাকা জোড়া। প্রতীকী ছবি ৷
advertisement
6/6
শীত পড়তেই শিল্প মেলায় বিশেষভাবে চাহিদা দেখা যায় এই কাঠের পুতুলের। এই পুতুল বানিয়ে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। আর দাম কম হওয়ায় ক্রেতাদের ভিড় হয় এই পুতুল কিনতে। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাটির নয় কাঠের ছোট পুতুল বানিয়ে স্বনির্ভর হচ্ছেন মহিলারা! কিনতে ভিড় ক্রেতাদেরও