Business Idea: বছরে আয় ১০ লক্ষ টাকা! 'এই ভাবে' বিশেষ উপায়ে চাষ করেই তাক লাগাচ্ছেন মহারাষ্ট্রের মহিলা কৃষক
- Published by:Sanjukta Sarkar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
মহারাষ্ট্রের নাগপুর সংলগ্ন ওয়ার্ধা জেলার খৈরগাঁওয়ের বাসিন্দা শোভা গাইধানে গত দু’দশক ধরে জৈব চাষ করছেন। আর তাতেই তাঁর লাভ হচ্ছে প্রায় ৮-১০ লক্ষ টাকা।
advertisement
1/6

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তার উপর আবহাওয়ার পরিবর্তনের জেরে কৃষি কাজেও বাড়ছে সমস্যা। এই পরিস্থিতিতে নতুন করে বাঁচার পথ খুঁজছেন কৃষকেরা। আর সেই পথেই প্রদর্শকের ভূমিকা পালন করছেন এক মরাঠি মহিলা।
advertisement
2/6
মহারাষ্ট্রের নাগপুর সংলগ্ন ওয়ার্ধা জেলার খৈরগাঁওয়ের বাসিন্দা শোভা গাইধানে গত দু’দশক ধরে জৈব চাষ করছেন। আর তাতেই তাঁর লাভ হচ্ছে প্রায় ৮-১০ লক্ষ টাকা। শোভা গত ২১ বছর ধরে কৃষিকাজ করছেন। তাঁর ১৫ একর জমি রয়েছে। এখানে তিনি হলুদ, গম, মটর, ছোলা, শাকসবজি, ফল ইত্যাদি উৎপাদন করেন। পাশাপাশি রয়েছে কলা, জাম, আমের বাগান। চাষ হয় শাক, টম্যাটো, বেগুন, লেবু, ঢেঁড়শ, সজনে ইত্যাদিও।
advertisement
3/6
জৈব চাষ— শোভা বলেন, ‘গত ২১ বছর ধরে আমি জৈব চাষ করছি। রাসায়নিক সার, কীটনাশক কিছুই ব্যবহার করি না, কারণ এতে মানুষের ক্ষতি হয়, প্রকৃতিরও।’ শোভা মনে করে চিরাচরিত প্রথায় চাষ করাই সব থেকে ভাল। ২০০২ সালে থেকে সেই পথই অনুসরণ করছেন তিনি।
advertisement
4/6
ওয়ার্ধা জেলার সমুদ্রপুর তালুকের খৈরগাঁও এবং এর আশেপাশের প্রায় ৬০০ কৃষক তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন। এঁদের মধ্যে ৪০০ জৈব চাষী। স্থানীয় মাগন মিউজিয়ামে প্রতি মাসে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হয়। কৃষিতে পরীক্ষা-নিরীক্ষাও হয়। সেখানে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন দ্রবণ, নির্যাস প্রস্তুত করে ফসলের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
advertisement
5/6
শোভা বিভিন্ন সরকারি প্রকল্পের কথাও জানান। সরকারি সাহায্য ছাড়া এত উন্নতি সম্ভব হত না। পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমে যাওয়ায় উৎপাদন খরচ কমতে শুরু করেছে। আবার খামার থেকে সম্পূর্ণ বিষাক্ত মুক্ত সবজি পাওয়া যায় বলে গ্রাহকও একটু বেশি ভরসা করেন। তাই দামও পাওয়া যায় ভাল।
advertisement
6/6
নিজের এই কর্মকাণ্ডের জন্য শোভা সম্মানও পেয়েছেন বহু জায়গা থেকে। ২০২২ সালে তিনি ‘কৃষিভূষণ’ পুরস্কারে সম্মানিত হন। তার বাইরে বহু মানুষকে তিনি জৈব চাষে উৎসাহিত করেছেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: বছরে আয় ১০ লক্ষ টাকা! 'এই ভাবে' বিশেষ উপায়ে চাষ করেই তাক লাগাচ্ছেন মহারাষ্ট্রের মহিলা কৃষক