SBI ATM: স্টেট ব্যাঙ্কের বিশাল ধামাকা! মাসে ৬০ হাজার টাকা রোজগার করুন বাড়িতে বসেই
- Published by:Arjun Neogi
Last Updated:
SBI ATM: ১ নয়, ২ নয়, মাসে ঘরে বসে হাজার হাজার টাকা রোজগার করুন
advertisement
1/23

বাড়িতে বসে বসেই যদি চাকরির পাশাপাশি মোটা টাকা রোজগার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ধামাকা অফার দিচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/23
প্রধানত এসবিআই প্রায় সব সময়েই প্রচেষ্টা করে যাতে গ্রাহকেরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে পারেন ৷ সব থেকে বড় বিষয় এটাই যে এই পদ্ধতি হল অত্যন্ত সুরক্ষিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/23
স্টেট ব্যাঙ্কের সঙ্গে ব্যবসা করে দারুণ রোজগারের সম্ভাবনা রয়েছে এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি নিয়েই রোজগার করতে পারেন অত্যন্ত ভাল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/23
ব্যাঙ্কের পক্ষ থেকে এটিএমগুলি রক্ষণাবেক্ষণ করা হয়না ৷ ভিন্ন সংস্থার হাতে এটি এমন মেনটেন-সহ অন্যান্য বিষয়গুলির দায়িত্বভার দেওয়া থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/23
এই সংস্থাগুলিই বিভিন্ন জায়গায় এটিএম করার দায়িত্ব নিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/23
SBI ATM ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে সেগুলি পূরণ করলেই মাস গেলে মোটা টাকা রোজগার করার বড় সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/23
অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রায় ১০০ মিটার দূরত্ব থাকতে হবে ৷ এই জায়গাটি গ্রাউন্ড ফ্লোরে অত্যন্ত ভাল দৃশ্যমান সম্পন্ন জায়গা হতে হবে অর্থাৎ যেকোনও দিক থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় যেন তেমন জায়গা হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/23
২৪ ঘণ্টা বিদ্যুত সংযোগ থাকতে হবে, এক কিলো ওয়াটের বিদ্যুতের ক্ষমতা সম্পন্ন পরিকাঠামো থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/23
প্রতিদিন কমপক্ষে ৩০০টি লেনদেন এটিএম মারফত হতে হবে ৷ এটিএমের ঢালাই করা ছাদ হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/23
ভিস্যাট সংযুক্ত করার জন্য সোসাইটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমোদন নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/23
SBI ATM-এর ফ্রাঞ্চাইজি নিতে গেলে যে যে নথি আবশ্যিক সেগুলি হল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/23
আবেদকের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড (Aadhaar Card, Pan Card, Voter Card) থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/23
ঠিকানার প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড ও ইলেকট্রিসিটি বিল থাকতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/23
ফটোগ্রাফ, ইমেল আইডি ও ফোন নম্বর প্রয়োজনীয়, এরসঙ্গে অন্যান্য নথিও থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/23
জিএসটি নম্বর, অর্থ সংক্রান্ত নথিপত্র থাকতে হবে ৷ এবার জেনে নিন এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজির জন্য কীভাবে আবেদন করবেন? প্রতীকী ছবি ৷
advertisement
16/23
এরজন্য যে সমস্ত সংস্থা এটিএম সংক্রান্ত ও ফ্রাঞ্চাইজি সংক্রান্ত কাজ করে সেই সমস্ত ওয়েবসাইটে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/23
ভারতে এটিএম সংক্রান্ত বিষয়ে যে সমস্ত সংস্থাগুলি কাজ করে তাদের মধ্যে অন্যতম সংস্থা টাটা ইন্ডিক্যাশ (Tata Indicash), মুত্থুত এটিএম (Muthoot ATM) ও ওয়ান ইন্ডিয়া (India One ATM) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/23
এবার একনজরে দেখে নেওয়া যাক এই সমস্ত সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটগুলি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/23
Tata Indicash – www.indicash.co.in Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html India One ATM – india1atm.in/rent-your-space ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/23
এই তিন সংস্থার মধ্যে টাটা ইন্ডিক্যাশ সব থেকে বড় ও পুরনো সংস্থা, ২ লক্ষ টাকার সিকিওরিটি ডিপোজিটে সংস্থার পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি পাওয়া সম্ভব ৷ তবে এই টাকা পরে ফেরৎ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
21/23
এছাড়াও কাজ করার জন্য তিন লক্ষ টাকা মূলধন লাগবে ৷ এই ভাবেই ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
22/23
রোজগারের বিষয়ে বললে বলা যেতে পারে যে প্রতিটি লেনদেনে ৮ টাকা করে পাওয়া যাবে ৷ নন ক্যাশ লেনদেনে লেনদেনে ২ টাকা করে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
23/23
যদি প্রতিদিন এটিএম থেকে ২৫০টি লেনদেন হয় সেক্ষেত্রে মাসে ৬০,০০০ টাকা রোজগার হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI ATM: স্টেট ব্যাঙ্কের বিশাল ধামাকা! মাসে ৬০ হাজার টাকা রোজগার করুন বাড়িতে বসেই