মাত্র ১৭,৬০০ টাকা দিয়ে বাড়িতে আনুন Maruti Swift! এল দুর্দান্ত অফার
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ইএমআই থেকে কম সুদে গাড়ির লোন, সবই এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে। আর সেই সুযোগই আরও সহজ করেছে মারুতি সুইফট।
advertisement
1/5

• করোনা সংকটের আগে থেকেই ধুঁকতে শুরু করেছিল গাড়ির বাণিজ্য। কিন্তু সেখানেই এবার ক্রেতা টানার তাগিদে নতুন করে অফার আনতে শুরু করেছে একাধিক সংস্থা। তার মধ্যে অন্যতম মারুতি। তাঁদের জনপ্রিয় গাড়ির সুইফটের জন্য এনেছে এক আকর্ষণীয় অফার।
advertisement
2/5
• Swift Lxi গাড়িটি মাত্র ১৭,৬০০ টাকার বিনিয়মে বাড়িতে আনতে পারবেন সাধারণ ক্রেতা। সম্প্রতি মারুতি শুরু করেছে এক নতুন পরিষেবা। Myles Automotive Technology–এর সঙ্গে মিলে এই নতুন পরিষেবা দিতে শুরু করেছেন তারা। এক্ষেত্রে গাড়ি বাজারের দামে না কিনলেও গাড়িটি ব্যবহার করার সুযোগ থাকছে ক্রেতার।
advertisement
3/5
• কীভাবে? ভাড়ার মাধ্যমে। অর্থাৎ গাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছে মারুতি। মারুতি সুজুকি সাবসক্রাইবার সার্ভিস নামে এই বিশেষ পরিষেবা চালু করেছে তারা। সেই সার্ভিসের আওতায় পুণেতে মাসে Swift Lxi–এর ভাড়া নির্ধারিত হয়েছে ১৭,৬০০ টাকা। আর হায়দরাবাদে ১৮,৩৫০ টাকা।
advertisement
4/5
• এক্ষেত্রে সব রকমের কর এর মধ্যেই ধরা থাকবে। অন্য অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না। দিতে হবে না কোনও ডাউন পেমেন্ট। মেন্টেনেন্স, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, ইন্সুরেন্স, সব এর মধ্যেই থাকবে। সাবস্ক্রিপশনের পর যদি গাড়িটি পছন্দ হয়, তাহলে তা কিনে নিতে পারবেন গ্রাহক।
advertisement
5/5
• না কিনেই আপনার নিজের গাড়ির মতো এটি ব্যবহার করতে পারবেন আপনি। ১২,১৮,২৪,৩৬,৪২,৪৮ মাসের জন্য এই সাবস্ক্রিপশন নেওয়া যাবে। এই গাড়ির মডেলটি ছাড়াও এক্ষেত্রে রয়েছে আরও কয়েকটি মডেল।