TRENDING:

কেজিপিছু ৩৫ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি! মাত্র ৩০ দিনেই আয় ৫০ হাজার টাকা, জানুন এই ব্যবসার উপায়!

Last Updated:
তাঁর না কোনও ডিগ্রি আছে, না বড় শহরের কোনো বিজনেস ট্রেনিং। নেই বড় পুঁজি, নেই ইনভেস্টর। তবুও মাত্র ৩০ দিনের মধ্যে একা হাতে ৫০ হাজার টাকা রোজগার করছেন তিনি। সকাল হলেই গ্রামের রাস্তা ধরে সাইকেলে চেপে পাড়ি দেন শহরের দিকে, সঙ্গে নিয়ে যান এক অদ্ভুত জিনিস, যা শহরের মানুষকে আজ মুগ্ধ করে রেখেছে।
advertisement
1/13
৩৫ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি! মাত্র ৩০ দিনেই আয় ৫০ হাজার টাকা, জানুন এই ব্যবসার উপায়!
৩৫ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি করে গড়ে দিনে ৩ হাজার টাকা পর্যন্ত আয় করছেন তিনি। কী ভাবে গড়লেন এই অভিনব ব্যবসায়িক মডেল? চলুন জেনে নেওয়া যাক! (Representative Image: AI Generated) 
advertisement
2/13
তাঁর না কোনও ডিগ্রি আছে, না বড় শহরের কোনো বিজনেস ট্রেনিং। নেই বড় পুঁজি, নেই ইনভেস্টর। তবুও মাত্র ৩০ দিনের মধ্যে একা হাতে ৫০ হাজার টাকা রোজগার করছেন তিনি। সকাল হলেই গ্রামের রাস্তা ধরে সাইকেলে চেপে পাড়ি দেন শহরের দিকে, সঙ্গে নিয়ে যান এক অদ্ভুত জিনিস—যা শহরের মানুষকে আজ মুগ্ধ করে রেখেছে।
advertisement
3/13
এই ব্যবসা না কারখানার, না অনলাইন স্টোরের। নেই কোনও দোকান, নেই ঝাঁ-চকচকে ব্যানার। তবুও বিকেল না হতেই সব শেষ! কী এমন বিক্রি করেন তিনি? আর কীভাবে তৈরি করলেন এত লাভের পথ? তারই খুঁটিনাটি জানলে আপনি নিজেই ভাববেন—এ তো আমিও করতে পারি!
advertisement
4/13
কে এই রাহুল রাইকোয়ার? উত্তরপ্রদেশের মহোবা জেলার জৈতপুর ব্লকের অন্তর্গত বেলাতাল গ্রামের বাসিন্দা রাহুল রোজ সকালে গ্রামের পুকুর থেকে পদ্মগাঁটা (কমল গাঁটা) ও কমল কাকড়ি (পদ্মকাকড়ি) সংগ্রহ করে পৌঁছে যান পাশের ছত্রপুর শহরে। শহরের বিভিন্ন জায়গায় বসে এই ফল বিক্রি করেন, এবং সন্ধ্যার মধ্যেই সব বিক্রি করে ফেলেন। এরপর ফিরে যান নিজের গ্রামে। (Representative Image: AI Generated) 
advertisement
5/13
পদ্মগাঁটা মানে কী? ছত্রপুরে এই ফলকে ‘ছটিয়া’ নামে ডাকা হয়, তবে অধিকাংশ মানুষ একে চেনেন কমল গাঁটা বা কাঁচা মাখানা নামে। বর্ষার শেষদিকে, অর্থাৎ জুনের শেষ দিক থেকেই এই ফল বাজারে আসতে শুরু করে। খুব অল্প দিনের জন্যই এই ফল বাজারে থাকে, তাই চাহিদাও অনেক বেশি। (Representative Image: AI Generated) 
advertisement
6/13
ফুল নয়, পুকুরই রাহুলের সম্পদ পদ্মফুল যখন পুকুরে ফুটে থাকে, তখন তার ভিতর থেকেই জন্মায় এই পদ্মফল বা গাঁটা। গ্রামের লোকজন পুকুর থেকে তা তুলে রাহুলকে সরবরাহ করেন। রাহুল বলেন, ‘‘আমি নিজে পুকুরে নামি না, গ্রামের ছেলেরা তুলে দেয়। আমি তাদের থেকে ৩৫ টাকায় কিনে শহরে এনে ৭০-৮০ টাকায় বিক্রি করি।’’ (Representative Image: AI Generated) 
advertisement
7/13
ফুল নয়, পুকুরই রাহুলের সম্পদ পদ্মফুল যখন পুকুরে ফুটে থাকে, তখন তার ভিতর থেকেই জন্মায় এই পদ্মফল বা গাঁটা। গ্রামের লোকজন পুকুর থেকে তা তুলে রাহুলকে সরবরাহ করেন। রাহুল বলেন, ‘‘আমি নিজে পুকুরে নামি না, গ্রামের ছেলেরা তুলে দেয়। আমি তাদের থেকে ৩৫ টাকায় কিনে শহরে এনে ৭০-৮০ টাকায় বিক্রি করি।’’ (Representative Image: AI Generated) 
advertisement
8/13
শুধু গাঁটাও নয়, তার খোসাও বিক্রি করেন রাহুল। তিনি জানান, ‘‘এই খোসা অনেক সময় হোমযজ্ঞের সামগ্রী হিসেবেও ব্যবহৃত হয়। শুকিয়ে রাখা বীজও আমি পরে বিক্রি করি।’’ (Representative Image: AI Generated) 
advertisement
9/13
শীতকালে বৃষ্টির পর পানিফল (সিংগাড়া) বিক্রি করে আয় করেন রাহুল। বছরের বিভিন্ন সময় ঋতু অনুযায়ী ফলের পসরা সাজিয়ে বসেন তিনি। এইভাবে একটি ঋতু থেকে আরেক ঋতুতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। (Representative Image: AI Generated) 
advertisement
10/13
শীতকালে বৃষ্টির পর পানিফল (সিংগাড়া) বিক্রি করে আয় করেন রাহুল। বছরের বিভিন্ন সময় ঋতু অনুযায়ী ফলের পসরা সাজিয়ে বসেন তিনি। এইভাবে একটি ঋতু থেকে আর এক ঋতুতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  (Representative Image: AI Generated) 
advertisement
11/13
রাহুলের কথায়, ‘‘যদি কোনও ফল থেকে যায়, আমরা তার বীজ বেটে সবজি বা ক্ষীর বানিয়ে খাই। শহরের মানুষ না জানলেও আমরা গ্রামের লোক তো এগুলোই খাই।’’ (Representative Image: AI Generated) 
advertisement
12/13
এই ব্যবসা শুরু করবেন কীভাবে? বর্ষাকালে পদ্মফুল যেখানেই ফোটে, সেখান থেকে ফল সংগ্রহ করা যায় স্থানীয় বাজারে এর ভাল চাহিদা রয়েছে বীজ, খোসা, এমনকি কচি কাণ্ডও বিক্রয়যোগ্য শহরের ফুটপাথ বা হাটে বসেই শুরু করা যায় খুব কম পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা।  (Representative Image: AI Generated) 
advertisement
13/13
একটা সাধারণ পুকুর, একটি সাধারণ ফল—আর তাতেই বদলে যাচ্ছে একজন যুবকের জীবনের গল্প। রাহুলের এই ছোট উদ্যোগ আজ অন্য গ্রামবাসীদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠছে। উদ্যোক্তা মানে বড় অফিস নয়, ভাবনা আর হাল না ছাড়া পরিশ্রম—সেটাই আবারও প্রমাণ করে দিলেন রাহুল রাইকোয়ার। (Representative Image: AI Generated) 
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কেজিপিছু ৩৫ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি! মাত্র ৩০ দিনেই আয় ৫০ হাজার টাকা, জানুন এই ব্যবসার উপায়!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল