এবার হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবেন গ্যাস সিলিন্ডার, দেখে নিন কীভাবে.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জিনিস কেনা বা বিল পেমেন্ট এখন সমস্ত কিছুই ফোনের একটা ক্লিকে করা সম্ভব ৷ এবার গ্যাস সিলিন্ডারও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন ৷
advertisement
1/6

আজকাল প্রায় সমস্ত কাজই অনলাইনে করার সুযোগ রয়েছে ৷ আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকলে একাধিক কাজ সহজেই করতেই পারবেন ৷ তার জন্য আর ব্যাঙ্ক হোক বা গ্যাসের দোকানের লাইনে দাঁড়াতে হবে না ৷ জিনিস কেনা বা বিল পেমেন্ট এখন সমস্ত কিছুই ফোনের একটা ক্লিকে করা সম্ভব ৷ এবার গ্যাস সিলিন্ডারও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন ৷
advertisement
2/6
Indane গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আর রেজিস্টার্ড নম্বর থেকে ফোন করতে হবে না ৷ কেবল একটি মেসেজের মাধ্যমেই করা যাবে ৷ এর জন্য তেল সংস্থার তরফে একটি নম্বর জারি করা হয়েছে ৷ আপনাকে কেবল REFILL টাইপ করে সেই নম্বরে পাঠিয়ে দিতে হবে ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গ্যাসের স্ট্যাটাস জানতে পারবেন ৷
advertisement
3/6
Indane গ্যাসের উপভোক্তাদের 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে ৷ কিন্তু এর জন্য আপনাকে রেজিস্টার্ড নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ করতে হবে ৷
advertisement
4/6
মেসেজ করার সময় খেয়াল রাখতে হবে যে আপনি সেই নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ যেটা এজেন্সিতে রেজিস্টার্ড রয়েছে ৷ অন্য নম্বর থেকে মেসেজ পাঠালে কাজ হবে না ৷
advertisement
5/6
বুকিংয়ের পর আপনার গ্যাস সিলিন্ডারের স্ট্যাটাস সহজেই জানতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে STATUS# লিখে অর্ডার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে ৷ বুকিংয়ের পর আপনাকে অর্ডার নম্বর দেওয়া হবে ৷ ধরুন আপনার অর্ডার নম্বর 12345 তাহলে STATUS#12345 এই ভাবে লিখে পাঠাতে হবে 7588888824 নম্বরে ৷ তাহলেই স্ট্যাটাস জানতে পারবেন ৷ তবে খেয়াল রাখবেন STATUS# আর অর্ডার নম্বরের মধ্যে কোনও স্পেস যাতে না থাকে ৷
advertisement
6/6
মিসড কল দিয়ে বুকিংয়ের সুবিধা আগে থেকেই রয়েছে ৷ Indane এর উপভোক্তারা 9911554411 নম্বরে মিসড কল দিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এবার হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবেন গ্যাস সিলিন্ডার, দেখে নিন কীভাবে.....