TRENDING:

এবার ঘরে বসেই হাতেহাতে বার্থ সার্টিফিকেট...! এক পাও বেরোতে হবে না, আবেদন কী ভাবে করবেন? দেখে নিন 'সঠিক' নিয়ম!

Last Updated:
Birth Cerificate apply: প্রত্যেক শিশুর জন্মের পর বার্থ সার্টিফিকেট নেওয়া যেমন জরুরি, ঠিক তেমনই প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য নানা সরকারি বেসরকারি কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল তাঁর বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ।
advertisement
1/18
এবার ঘরে বসেই হাতেহাতে বার্থ সার্টিফিকেট...! এক পাও বেরোতে হবে না, আবেদন কী ভাবে করবেন?
প্রত্যেক শিশুর জন্মের পর বার্থ সার্টিফিকেট নেওয়া যেমন জরুরি, ঠিক তেমনই প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য নানা সরকারি বেসরকারি কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল তাঁর বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ।
advertisement
2/18
যদি শিশুটি সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে, তাহলে সেখানেই বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়। কিন্তু যদি শিশুটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে, তাহলে আপনাকে তার জন্ম সনদের জন্য আবেদন করতে হবে এবং খুব দ্রুত সেটি সংগ্রহ করে নিতে হবে।
advertisement
3/18
নিয়ম অনুযায়ী, শিশুর জন্মের ২১ দিনের মধ্যে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে। তবে বর্তমানে এই প্রক্রিয়াটি খুবই সহজ ও নির্ঝঞ্ঝাট। আপনি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই এর জন্য আবেদন করতে পারবেন। তবে জানতে হবে সঠিক প্রক্রিয়াটি।
advertisement
4/18
অর্থাৎ, এখন থেকে আপনাকে আর ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি বা হসপিটালের চেনা সারিতে দাঁড়ানোর প্রয়োজন হবে না। আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন ঘরে বসেই।
advertisement
5/18
বার্থ সার্টিফিকেটের জন্য যোগ্যতা (Eligibility)নিম্নলিখিত শর্তগুলি পূরণ করলেই আপনি বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন:
advertisement
6/18
১) অবশ্যই আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।২) আবেদনকারী ব্যক্তির জন্ম ভারতবর্ষে হতে হবে।৩) নবজাতক শিশুর জন্মের ২১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে কোনও অতিরিক্ত ফি জমা করার প্রয়োজন হবে না।৪) ২১ দিন পেরিয়ে গেলেও অবশ্য আবেদন সম্ভব, তবে কিছু অতিরিক্ত নথি ও ফি জমা করতে হবে।
advertisement
7/18
এই নথিগুলির প্রয়োজন হবে?জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করার সময়, আপনাকে কিছু নথি জমা দিতে হবে। যেমন শিশুর জন্মের সময় হাসপাতাল থেকে প্রাপ্ত জন্মপত্র, বাবা-মায়ের বিবাহের শংসাপত্র এবং বাবা-মায়ের আধার কার্ড ইত্যাদি।
advertisement
8/18
মনে রাখবেন, আপনি যদি অনলাইনে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদের জন্য আবেদন করতে চান, তাহলে সন্তানের জন্মের ২১ দিনের মধ্যে আবেদন করুন। এর পরে, আপনাকে এই শংসাপত্রটি অফলাইনে তৈরি করতে হবে।
advertisement
9/18
এভাবে অনলাইনে তৈরি করুন বার্থ সার্টিফিকেট:স্টেপ -১আপনি যে রাজ্যেই থাকুন না কেন, জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য একটি পৃথক পোর্টাল রয়েছে। জন্ম শংসাপত্রের জন্য আবেদন করার জন্য, প্রথমে আপনাকে সেই রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
advertisement
10/18
এক্ষেত্রে আপনি যদি দিল্লিতে থাকেন, তাহলে জন্ম শংসাপত্র পেতে, আপনাকে https://eservices.ndmc.gov.in/birth/ লিঙ্কে যেতে হবে । আপনি যদি উত্তরপ্রদেশে থাকেন, তাহলে https://dc.crsorgi.gov.in/crs/home এ ক্লিক করুন। আর যদি এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকেন তাহলে আপনাকে ক্লিক করতে হবে https://crsorgi.gov.in/ বাhttps://edistrict.wb.gov.in -এ ।
advertisement
11/18
এর জন্য আপনাকে প্রায় ৭-৮ দিন অপেক্ষা করতে হবে। এর পরে আপনি আপনার প্রয়োজনীয় বার্থ সার্টিফিকেটটি পেয়ে যাবেন।স্টেপ ২: রেজিস্ট্রেশনের জন্য “General Public Signup” অপশন ক্লিক করতে হবেআপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবেএকটি লগইন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন
advertisement
12/18
স্টেপ ৩: লগইন করে আবেদন শুরু করুন:লগইন করে “Apply for Birth Registration” অপশনে ক্লিক করতে হবেআবেদন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে (নাম, জন্মতারিখ, স্থান, মা-বাবার নাম ইত্যাদি)
advertisement
13/18
স্টেপ ৪: প্রয়োজনীয় নথি আপলোড করুন:উপরের টেবিল অনুযায়ী সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে
advertisement
14/18
স্টেপ ৫: ফি জমা দিন (যদি প্রযোজ্য হয়):২১ দিনের মধ্যে আবেদন করলে সাধারণত ফি লাগবেনা২১ দিনের পর ২০–৫০ টাকা বা নির্ধারিত ফি অনলাইন পেমেন্ট করতে হতে পারে
advertisement
15/18
স্টেপ ৬: আবেদন জমা দিন এবং রসিদ ডাউনলোড করুন:আবেদন জমা দিলে একটি Acknowledgement Number/Receipt পেয়ে যাবেনএটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন
advertisement
16/18
কী ভাবে পাবেন বার্থ সার্টিফিকেট : একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে, জন্ম সনদের হার্ড কপি ডাকযোগে আসতে পারে বা অনলাইনে ডাউনলোড লিঙ্কের মাধ্যমে প্রিন্ট আউট বের করতে পারেন।
advertisement
17/18
অফলাইনে জন্ম সনদ কীভাবে পাবেন:আপনি চাইলে অফলাইনেও বার্থ সার্টিফিকেটটি পেতে পারেন। এর জন্য আপনাকে আপনার নিকটতম পৌরসভা, পৌর কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
advertisement
18/18
তারপরে আপনাকে আবেদনপত্রে চাওয়া সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করতে হবে। এর পরে, সেগুলি সংশ্লিষ্ট রেজিস্ট্রারের (পৌরসভা/গ্রাম পঞ্চায়েত) কাছে জমা দিতে হবে। প্রায় ১ সপ্তাহ পরে আপনার বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এবার ঘরে বসেই হাতেহাতে বার্থ সার্টিফিকেট...! এক পাও বেরোতে হবে না, আবেদন কী ভাবে করবেন? দেখে নিন 'সঠিক' নিয়ম!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল