Life Certificate জমা দিয়েছেন তো? না হলে পরের মাস থেকে আর ঢুকবে না পেনশন ! জেনে নিন হাতে আর কত দিন সময় রয়েছে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Life Certificate: প্রতি বছর প্রবীণ নাগরিকদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তবে তা জমা না দিলে কিন্তু বিপদ! আসলে লাইফ সার্টিফিকেট জমা না করলে আটকে যেতে পারে পেনশন।
advertisement
1/8

অবসর জীবন যাতে মসৃণ ভাবে কাটে, তার জন্য সহায়ক হয়ে ওঠে পেনশন। সরকারি কর্মচারীরাই সাধারণত পেনশন পেয়ে থাকেন। কিন্তু কিছু কিছু বেসরকারি অফিসেও কর্মীদের জন্য পেনশনের ব্যবস্থা থাকে।
advertisement
2/8
সরকারি কিংবা বেসরকারি দুই ক্ষেত্রেই অবসর গ্রহণের বয়স সাধারণত ৫৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে। আসলে অবসর গ্রহণের পরে সংসার এবং অন্যান্য খরচ চালানোর জন্য পেনশনের উপরেই নির্ভর করতে হয় তাঁদের। আর প্রতি মাসে ব্যাঙ্কে জমা হয় পেনশন। আর তার জন্য প্রতি বছর প্রবীণ নাগরিকদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তবে তা জমা না দিলে কিন্তু বিপদ! আসলে লাইফ সার্টিফিকেট জমা না করলে আটকে যেতে পারে পেনশন।
advertisement
3/8
আর লাইফ সার্টিফিকেট জমা করার সময়সীমা বেঁধে দেওয়া থাকে। এবারও লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ দিন ধার্য করেছে কেন্দ্র। অর্থাৎ নির্ধারিত সেই দিনের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না করা হলে পেনশন আটকে যেতে পারে।
advertisement
4/8
কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে যে, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া। আর আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা জমা করতে হবে। যদিও যাঁদের বয়স ৮০ বছরের উর্ধ্বে, তাঁদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত ১ অক্টোবর থেকেই। তাঁদের ক্ষেত্রেও জমা করার শেষ দিন হল আগামী ৩০ নভেম্বর। শুধু অফলাইনই নয়, ডিজিটাল মাধ্যম বা অনলাইনেও জমা করা যাবে লাইফ সার্টিফিকেট। অর্থাৎ এই দিনের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না করলে কিন্তু ডিসেম্বর মাস থেকে আর গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকবে না পেনশন।
advertisement
5/8
কীভাবে লাইফ সার্টিফিকেট জমা করা যাবে?ডিজিটাল লাইফ সার্টিফিকেট:অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা করার প্রক্রিয়া বেশ সহজ। সুবিধাও হয় গ্রাহকদের। কারণ ঘণ্টার পর ঘণ্টা আর তাঁদের লাইনে দাঁড়াতে হয় না। মূলত সেই কারণেই আনা হয়েছে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা করার প্রক্রিয়া। আর তা জমা করার জন্য প্রথমে জীবন প্রমাণ পোর্টালে যেতে হবে। এরপর সেখানে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে।
advertisement
6/8
[caption id="attachment_1943144" align="alignnone" width="1200"] ডোরস্টেপ ব্যাঙ্কিং এজেন্ট:অনেক সময় প্রবীণ নাগরিকের হাঁটাচলা করতে সমস্যা দেখা দেয়। ফলে ব্যাঙ্কে যেতে পারেন না তাঁরা। আর তাঁদের সুবিধার জন্য ব্যাঙ্কের এজেন্টরাই বাড়িতে এসে লাইফ সার্টিফিকেট নিয়ে যান।</dd> <dd>[/caption]
advertisement
7/8
পোস্ট অফিসের বায়োমেট্রিক সিস্টেম:আজকাল বহু পোস্ট অফিসেই বায়োমেট্রিক ডিভাইস থাকে। এর সাহায্যেও লাইফ সার্টিফিকেট জমা করা সম্ভব।
advertisement
8/8
ব্যাঙ্ক:অফলাইনে অর্থাৎ ব্যাঙ্কে গিয়েও লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Life Certificate জমা দিয়েছেন তো? না হলে পরের মাস থেকে আর ঢুকবে না পেনশন ! জেনে নিন হাতে আর কত দিন সময় রয়েছে