PhonePe এবং Google Pay ইউজারদের জন্য বড় সতর্কতা, আপনার যা জানা দরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
সার্কুলার জারি করে NPCI জানিয়েছে, বিভিন্ন বিষয় বিবেচনা করে থার্ড পার্টি অ্যাপ প্রদানকারীদের জন্য মার্কেট শেয়ার ক্যাপ মেনে চলার সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
advertisement
1/7

ইউপিআই অ্যাপগুলোর জন্য মার্কেট শেয়ার ক্যাপ প্রয়োগের সময়সীমা আরও ২ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপাতত ফোনপে, গুগলপে-এর মতো প্ল্যাটফর্মগুলোর জন্য স্বস্তির খবর। মঙ্গলবার সার্কুলার জারি করে NPCI জানিয়েছে, বিভিন্ন বিষয় বিবেচনা করে থার্ড পার্টি অ্যাপ প্রদানকারীদের জন্য মার্কেট শেয়ার ক্যাপ মেনে চলার সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার সময়সীমা বাড়ানো হল।
advertisement
2/7
২০২০ সালে প্রথমবার মার্কেট শেয়ার ক্যাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, ইউপিআই পেমেন্ট অ্যাপগুলোকে ৩০ শতাংশ মার্কেট ক্যাপের মধ্যে বেঁধে রাখা। ফলে কোনও অ্যাপই একচেটিয়াভাবে বাজার দখল করতে পারবে না। প্রতিযোগিতা বজায় থাকবে।
advertisement
3/7
ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই পরিচালনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। এর মাধ্যমে রিয়েল টাইম পেমেন্ট করতে পারেন ইউজাররা। এখন কোনও অ্যাপ ৩০ শতাংশের সীমার মধ্যে রয়েছেন কি না কীভাবে জানা যাবে? এনপিসিআই জানিয়েছে, ৩০ শতাংশের সীমা গত তিন মাসে ধারাবাহিকভাবে ইউপিআই-তে প্রসেস হওয়া লেনদেনের মোট পরিমাণের উপর ভিত্তি করে গণনা করা হবে।
advertisement
4/7
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ফোনপে-এর মার্কেট শেয়ার ৪৭.৮ শতাংশ, গুগলপে-এর ৩৭ শতাংশ। ৮০ শতাংশের বেশি ইউপিআই লেনদেন এই অ্যাপগুলোর মারফতই হয়। ফলে মার্কেট শেয়ার ক্যাপ লাগু হলে পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। লাখ লাখ ইউজারও অসুবিধায় পড়তে পারেন। ৩০ শতাংশ মার্কেট শেয়ার ক্যাপ লাগু হলে এই পেমেন্ট অ্যাপগুলি যে আর নতুন গ্রাহক নিতে পারবেন না সেটাও স্পষ্ট।
advertisement
5/7
অন্য দিকে, হোয়াটসঅ্যাপ পে-এর জন্য ইউপিআই ইউজারদের অন্তর্ভুক্ত করার সীমা তুলে দিয়েছে এনপিসিআই। তারা এখন ভারতের বাজারে পূর্ণ মাত্রায় পরিষেবা দিতে পারবে। এর আগে হোয়াটসঅ্যাপ পে-কে ধাপে ধাপে ইউপিআই ইউজারের সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছিল এনপিসিআই।
advertisement
6/7
প্রসঙ্গত, ইউপিআই-এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ২০২৪ সালে ৪৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। লেনদেন পৌঁছেছে ১৭২ বিলিয়নে। ২০২৩ সালে লেনদেনের পরিমাণ ছিল ১১৮ বিলিয়ন। দেশের ডিজিটাল অর্থনীতিতে ইউপিআই ক্রমশ জাঁকিয়ে বসছে।
advertisement
7/7
এখন নতুন সময়সীমা লাগু করার ফলে ফোনপে, গুগলপে-এর মতো অ্যাপগুলোকে নিয়মের উপযোগী করে ব্যবসায়িক মডেল গড়ে তুলতে হবে। নতুন কোম্পানিও বাজারে আসবে। প্রতিযোগিতা বাড়বে। গ্রাহকরাও আরও ভাল পরিষেবা পাবেন। এমনটাই জানিয়েছে এনপিসিআই।