TRENDING:

BGBS 2019: বাণিজ্য সম্মেলনের প্রথমদিনেই রাজ্যে লগ্নি প্রস্তাব ৪০,২০০ কোটি টাকার

Last Updated:
advertisement
1/8
BGBS 2019: বাণিজ্য সম্মেলনের প্রথমদিনেই রাজ্যে লগ্নি প্রস্তাব ৪০,২০০ কোটি টাকার
পরিষেবা ও তথ্যপ্রযুক্তর পাশাপাশি এবার উৎপাদন ও পরিকাঠামো ক্ষেত্রেও নজরে বাংলা। রাজ্যের পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে একগুচ্ছ লগ্নির প্রস্তাব পেল রাজ্য সরকার। পরিকাঠামোয় লগ্নি প্রস্তাবের ক্ষেত্রে কর্নাটক ও মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছে রাজ্য। Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
2/8
ইতিহাস যাই হোক, বর্তমান অন্য কথা বলছে। আশা দেখাচ্ছে। পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে বাংলায় বড় লগ্নি টানা কঠিন। এই মিথ সম্ভবত শেষ। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই তাঁর আভাস মিলল। Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
3/8
শিল্প সম্মেলনের প্রথম দিনেই প্রায় ৪০,২০০ কোটি লগ্নির প্রস্তাব। এর বড় অংশ এল পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে। বাণিজ্য সম্মেলনকে হাতিয়ার করেই যে বাংলার এই ব্র্যান্ডিং টাচ, তা খোলাখুলিই স্বীকার করলেন মুখ্যমন্ত্রী। Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
4/8
শিল্প সম্মেলনে ফোকাস ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সঙ্গে বড় লগ্নি টানতে সড়ক ও জলপথ পরিবহণ, ভৌগলিক সুবিধা সহ একাধিক বিষয় তুলে ধরা হয়। ফল, সম্মেলন মঞ্চ থেকে একের পর এক বড় বিনিয়োগের ঘোষণা। Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
5/8
১০ হাজার কোটি বিনিয়োগ মুকেশ আম্বানির ৷ তথ্যপ্রযুক্তি ও পরিকাঠামোয় লগ্নি রিলায়েন্সের ৷ ২ বছরে ১৫ হাজার কোটি বিনিয়োগ করবেন ওয়াইকে মোদি ৷ আইটিসি বিনিয়োগ করবে ৫৭০০ কোটি ৷ ৬ হাজার কোটি বিনিয়োগ সজ্জন জিন্দলের ৷ ৫০০ কোটি বিনিয়োগ কোকাকোলার ৷ Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
6/8
শিলিগুড়িতে বিনিয়োগ করবে কোকাকোলা ৷ কুলপি বন্দরে ৩ হাজার কোটি বিনিয়োগের প্রস্তাব ৷
advertisement
7/8
সিমেন্ট কারখানায় উৎপাদন বৃদ্ধি ও হাসপাতালে বিনিয়োগ জিন্দল গোষ্ঠীর ৷ গেলের সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ করবে নন্দিনী গ্রুপ ৷ বিকল্প শক্তি ও জ্বালানিতে ১৫ হাজার কোটি ঢালবে ওয়াই কে মোদি গ্রুপ ৷ কৃষি বিপণন থেকে প্যাকেজিংয়ে ৫ হাজার ৭০০ কোটি লগ্নি করবে আইটিসি ৷বাংলায় শিল্পের পরিবেশ ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত দেশের শীর্ষস্তরের শিল্পপতিরা।
advertisement
8/8
শিল্প সম্মেলনের অনেক আগে থেকেই বাছাই করা শিল্পপতিদের কাছে পৌঁছে লগ্নি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে গিয়েছে রাজ্য। তারই ফল দেখা গেল সম্মেলনের প্রথম দিনে। শিল্প সম্মেলনের দ্বিতীয় দিন এমনই আরও একগুচ্ছ প্রস্তাব আশার অপেক্ষায় রাজ্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
BGBS 2019: বাণিজ্য সম্মেলনের প্রথমদিনেই রাজ্যে লগ্নি প্রস্তাব ৪০,২০০ কোটি টাকার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল