Best Pension Plans: কেন্দ্রীয় সরকার প্রতি মাসে আপনাকে দেবে ৩ হাজার টাকা পেনশন, জেনে নিন আবেদনের খুঁটিনাটি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Best Pension Plans: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরাহা দিতে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ অন্যতম।
advertisement
1/8

ভারতে অসংগঠিত ক্ষেত্রে কোটি কোটি শ্রমিক কাজ করেন। তাঁদের না আছে মাস মাইনের নিশ্চয়তা, না পেনশনের সুব্যবস্থা। অথচ তাঁদেরও সংসার চালাতে হয়। মাস গেলে মাথার শিয়রে তুলে রাখতে হয় খাই খরচের টাকা।
advertisement
2/8
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরাহা দিতে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ অন্যতম। এই প্রকল্পের আওতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রতি মাসে পেনশন দেয় কেন্দ্র সরকার।
advertisement
3/8
শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। একটা বয়সের পর তাঁদের যেন টাকার জন্য কারও কাছে হাত পাততে না হয়। এখন প্রশ্ন হল, এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য শ্রমিকদের কী করতে হবে? এখানে রইল তার খুঁটিনাটি।
advertisement
4/8
প্রতি মাসে মিলবে ৩ হাজার টাকা পেনশন: ২০১৯ সালে ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে বৃদ্ধ বয়সে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়া হয়। অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকরাই ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’র সুবিধা নিতে পারেন।
advertisement
5/8
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার পর শ্রমিককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। সমপরিমাণ টাকা জমা করে সরকারও। তারপর ৬০ বছর বয়স হলে এখান থেকে পেনশন দেওয়া হয় শ্রমিককে।
advertisement
6/8
‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ প্রকল্পের নিয়ম অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রের ১৮ থেকে ৪০ বছর বয়সী শ্রমিকরা এই স্কিমে আবেদন করতে পারেন। ধরে নেওয়া যাক, এই প্রকল্পের আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ২০০ টাকা জমা করেন, তাহলে কেন্দ্রীয় সরকারও তাঁর নামে ২০০ টাকা জমা করবে। কমপক্ষে ২০ বছর এই স্কিমে অবদান রাখতে হবে। এরপর শ্রমিকের ৬০ বছর বয়স হলে, সরকার তাঁকে প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন দেবে।
advertisement
7/8
advertisement
8/8
আবেদনের প্রক্রিয়া: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কমন সার্ভিস সেন্টারে গিয়ে অনলাইনে ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ স্কিমে অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য লাগবে আধার কার্ড এবং ব্যাঙ্কের বিশদ বিবরণ। অ্যাকাউন্ট খুললেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে। কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তবে অ্যাকাউন্ট খোলার সময় প্রথম কিস্তির টাকা নগদ বা চেক মারফত জমা দেওয়াই নিয়ম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Best Pension Plans: কেন্দ্রীয় সরকার প্রতি মাসে আপনাকে দেবে ৩ হাজার টাকা পেনশন, জেনে নিন আবেদনের খুঁটিনাটি