Best Mutual Fund For SIP: অসম্ভব রিটার্ন ৩ এসআইপিতে মালামাল! গত ১০ বছর দু'হাতে টাকা রোজগার করেছেন বিনিয়োগকারীরা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Best Mutual Fund For SIP: বিগত ১০ বছরে বিনিয়োগে মালামাল, এসআইপিতে মোটা টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দুরন্ত মুহূর্ত
advertisement
1/16

মিউচ্যুয়াল ফান্ডের দুনিয়ায় বেশ কয়েকটি এসআইপি রয়েছে ৷ লাগাতার বিনিয়োগে বেশ কয়েকটি বিশাল পারফরমেন্স কোনও বিশাল বিষয় নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
বিনিয়োগের বাজারে রোজ বেশ কয়েকবার ওঠাপড়া করতে থাকে ৷ আর্থিক পরিস্থিতি বদলাতে শুরু করে ৷ বিনিয়োগের পরে সুদের হারে পরিস্থিতি এক্কেবারে বদলে ওঠাপড়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
১০ বছর লাগাতার বিনিয়োগের ফলে ভাল রিটার্ন ও বিনিয়োগের ক্ষেত্রে বিশাল রিটার্নে বড়সড় ভরসা পাওয়া গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
তিনটি সুপার এসআইপির অপশনে জীবন এক্কেবারে বল্লে বল্লে হতে চলেছে ৷ এই তিনটি ফান্ডে লাগাতার বিনিয়োগে বড়সড় রিটার্ন পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
বিনিয়োগের ক্ষেত্রে বিশাল সুযোগ থাকে ৷ এককালীন টাকার বিনিয়োগের ফলে বিরাট সুবিধা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
1- Quant Small Cap Fund (কোয়ান্ট স্মল ক্যাপ), 2- Nippon India Small Cap Fund (নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ), 3- Motilal Oswal Mid Cap Fund (মোতিলাল অসওয়াল মিডক্যাপ) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
এই ফান্ড অত্যন্ত পরিমাণে হাই রিস্কের জানুয়ারি ২০১৩-তে লঞ্চ করা হয়েছে ৷ এটি ডায়রেক্সট প্ল্যান ও বিশাল ঝুঁকিরও বটে ৷ এই সংস্থা শুরুর দিক থেকে পরবর্তী পর্যায়ে ১৭.৯৩ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
এই স্কিম নিফটি স্মলক্যাপ ২৫০ টিআরআই একটি বেঞ্চমার্ক তৈরি করেছে ৷ অগাস্টে ২০২৫ পর্যন্ত এই ফান্ড প্রায় ২৮,৭৫৮ কোটি টাকার সম্পত্তি ম্যানেজ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা লক্ষ্য করা যায় ৷ ১০ বছরের এসআইপিতে রিটার্ন ২৩.৭৯% CAGR ৷ ১০,০০০ টাকা এক মাসের বিনিয়োগের টাকা ৪১.৬৬ লক্ষ টাকা হয়ে যেত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
এককালীন টাকা ২১.৮০% CAGR ৷ ১ লক্ষ টাকা বিনিয়োগে আজ হতে পারে ৭.১৮ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
মোতিলাল অসওয়াল মিডক্যাপে ডায়রেক্ট ও হাই রিস্কের ফান্ড, ফেব্রুয়ারি ২০২৪-এ লঞ্চ করা হয়েছে ৷ শুরুয়াতে এখনও পর্যন্ত ২৩,৫৬ শতাংশের দুরন্ত রিটার্ন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
১৫০ টিআইআই-এ বেঞ্চমার্ক তৈরি করেছে ৷ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই ফান্ডের ফলে ৩৪,৭৪৯ কোটি টাকা সম্পত্তি তৈরি করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
১০,০০০ টাকা মাসের এসআইপিতে রিটার্ন ২৩.২২% CAGR, ১০,০০০ টাকা মাসের বিনিয়োগে এখন হতে পারত ৪৯.৪২ লক্ষ টাকা ৷ এককালীন রিটার্ন ১৮.৭৭% CAGR ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
১ লক্ষ টাকা বিনিয়োগে একাকালীন বিনিয়োগ করলে আজ ৫,৫৮ লক্ষ টাকা হতে পারত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
শুধুই রিটার্ন দেখে বাজারে টাকা বিনিয়োগ করা উচিৎ নয়, যখন বাজার পড়ে যাবে ঠিক তখনই বেশি ইউনিট পাবেন, আর বাজার চাঙ্গা থাকলে কম ইউনিট পাবেন বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
এরফলেই লাভের মুখ দেখতে পারবেন ৷ বিভিন্ন ঝুঁকি, পোর্টফোলিও ভাল এই সমস্ত কিছুই বিনিয়োগের একমাত্র মাপকাঠি নয় আরও অনেক কিছুই আছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Best Mutual Fund For SIP: অসম্ভব রিটার্ন ৩ এসআইপিতে মালামাল! গত ১০ বছর দু'হাতে টাকা রোজগার করেছেন বিনিয়োগকারীরা