TRENDING:

ভবিষ্যতে টাকা নিয়ে আর চিন্তা থাকবে না, LIC-র এই দুই পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !

Last Updated:
LIC Policy: এই কারণেই ভারতে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ এলআইসি। এখানে এলআইসি-র সেরা ২টি পলিসি দেখে নেওয়া যাক।
advertisement
1/7
ভবিষ্যতে টাকা নিয়ে আর চিন্তা থাকবে না, LIC-র এই দুই পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !
বিনিয়োগের গোলকধাঁধায় অনেকেই পথ হারান। বুঝে উঠতে পারেন না, কোথায় বিনিয়োগ করা উচিত। এরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে এলআইসি-তে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। সরকার সমর্থিত পলিসি, ফলে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। সুদের হারও ভাল। এই কারণেই ভারতে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ এলআইসি। এখানে এলআইসি-র সেরা ২টি পলিসি দেখে নেওয়া যাক।
advertisement
2/7
এলআইসি এসআইআইপি প্ল্যান: এই এলআইসি প্ল্যানে একসঙ্গে দুটি সুবিধা পাওয়া যায়। বাজার সংযুক্ত মোটা রিটার্নের পাশাপাশি মেলে বিমা সুরক্ষা। সোজা কথায়, অপ্রত্যাশিত কিছু ঘটলে পরিবারের আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। সঞ্চয়ের সঙ্গে প্রিয়জনদের নিশ্চিত নিরাপত্তাও থাকবে।
advertisement
3/7
বৈশিষ্ট্য – ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৪টি ফান্ড থেকে যে কোনও একটি বেছে নেওয়া যায়। এমনকী ফান্ড পরিবর্তনও করা যায় কোন খরচ ছাড়াই। আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সি এবং ১০ (১০ডি)-র আওতায় করছাড় পাওয়া যায়।
advertisement
4/7
জরুরি সময় আংশিক ফান্ড তোলা যায়। সুবিধা – পলিসি হোল্ডারকে প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ ডেথ বেনিফিট হিসেবে দেওয়া হয়। পলিসির মেয়াদ শেষে পুরো টাকা হাতে আসে।
advertisement
5/7
দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ পাওয়া যায়। এলআইসি জীবন উমঙ্গ: এই পলিসিতে রিটার্নের পাশাপাশি আজীবন বিমা সুরক্ষা দেয় এলআইসি। এটাই এই পলিসির বৈশিষ্ট। প্রিমিয়াম প্রদান পর্ব শেষ হওয়ার পর ম্যাচিউরিটির আগে পর্যন্ত সারভাইভাল বেনিফিটও দেওয়া হয়।
advertisement
6/7
বৈশিষ্ট্য – ডেথ বেনিফিটের সুবিধা। অতিরিক্ত কভারেজের জন্য বিভিন্ন রাইডার। বেতন থেকে প্রিমিয়াম কেটে নেওয়ার সুবিধা রয়েছে। করছাড় পাওয়া যায়।
advertisement
7/7
সুবিধা – জীবন উমঙ্গ পলিসিতে ডেথ বেনিফিট, সারভাইভাল বেনিফিট, ম্যাচিউরিটি বেনিফিট এবং রাইডার বেনিফিটের সুবিধা দিচ্ছে এলআইসি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভবিষ্যতে টাকা নিয়ে আর চিন্তা থাকবে না, LIC-র এই দুই পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল