HDFC, ICICI, Union, SBI, Kotak Mahindra Bank, Federal Bank FD: শক্তিশালী ভবিষ্যত! শক্তপোক্ত আর্থিক অবস্থা, দেশের সেরা ৬ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদের সঙ্গে ধামাকা অফার!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
HDFC, ICICI, Union, SBI, Kotak Mahindra, Bank Federal Bank FD: এফডিতে সুদের হার রীতিমত চমকে দেবে, দেশের সেরা ৬ ব্যাঙ্ক দুর্দান্ত অফার দিচ্ছে
advertisement
1/13

পাঁচ বছরের অবধিতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে রীতিমত মালামাল করতে পারে ৷ বিশেষত এখনও মধ্যবিত্তের একটি বড় অংশের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার বিভিন্ন ধরনের, নানান অবধিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
কিছুটা হেরফের বেসিস পয়েন্টের হলে তবেই সুদের হারেও বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় ৷ ৫০ বেসিস পয়েন্ট হলেই ৫ বছরের অবধিতে পরিবর্তন হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
১০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে ০.২৫ শতাংশ বেশি সুদ হলেই পাঁচ বছরে ২৫,০০০ টাকা বেশি আয় হয়ে থাকে ৷ দেশের বিভিন্ন ব্যাঙ্কের এফডিতে সুদের হার জেনে নেওয়া যাক এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবিএফসিতে সুদ খানিকটা বেশি হয়ে থাকে ৷ শুধুই বড় ব্যাঙ্কই নয় অনেক স্মল ফিন্যান্স ব্যাঙ্কে বা নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানে ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
দেশের সেরা ৬ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে নেওয়া যাক ৷ পাঁচ বছরের এফডিতে কেমন সুদ পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
দেশের সব থেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬.৪%, প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯% (১৫ জুন থেকেই কার্যকর হয়েছে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
দেশের অন্যতম বড় বেসরকারি আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬.৬%, প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০% ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬.২৫%, প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫% (১৫ জুন থেকেই কার্যকর হয়েছে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank) সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬.৫%, প্রবীণ নাগরিকদের জন্য ৭% ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬.০৫%, প্রবীণ নাগরিকদের জন্য ৭.০৫% (SBI-এর We-Care স্কিমে বাড়তি ৫০ বেসিস পয়েন্ট) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ৬.৪%, প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯% ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
<strong><span style="color: #993366;">Disclaimer:</span> শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন, একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে চোখ রাখুন, নিউজ ১৮ বাংলা বিনিয়োগের জন্য কোনও পরামর্শ দেয়না । প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC, ICICI, Union, SBI, Kotak Mahindra Bank, Federal Bank FD: শক্তিশালী ভবিষ্যত! শক্তপোক্ত আর্থিক অবস্থা, দেশের সেরা ৬ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদের সঙ্গে ধামাকা অফার!