advertisement
1/6

অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা ভারতে ক্রমাগত বেড়েই চলেছে ৷ জামা, জুতো, শাড়ি, মেকআপ, অ্যাক্সেসারিজের শপিং ছেড়ে বাড়ির মাসকাবারি থেকে রোজকার কাঁচা সবজির বাজারও এখন অনলাইনে করতে অভ্যস্ত ভারত ৷ অনলাইনে ব্যবসার বাড়বাড়ন্ত দেখে নিত্যনতুন সংস্থা আনছে নিজেদের অনলাইন শপিং পোর্টাল ৷ সঙ্গে ডিসকাউন্ট অফারের ছড়াছড়ি ৷ (Representative Image)
advertisement
2/6
কাঁচা শাক-সবজি থেকে চাল-ডাল-আটার অনলাইন শপিংয়ে এবার নাম লেখাল ভারতের অন্যতম জায়েন্ট ই-কমার্স Flipkart ৷ বাড়ির রোজকার সামগ্রীতে দুর্দান্ত ছাড় ও ডিসকাউন্টের অফার দিয়ে পথ চলা শুরু করল Filpkart-এর নতুন বিভাগ Supermart ৷ এখানে এক টাকাতেই পেতে পারেন এক কেজি ওজনের সামগ্রী ৷ (Representative Image)
advertisement
3/6
অ্যামাজন, গ্রোফার্স, বিগ বাস্কেটের মতো সংস্থাকে প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে সুপারমার্ট ৷ রোজকার খাদ্য সামগ্রীর এই অনলাইন শপিং পোর্টাল দিচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট ৷ (Representative Image)
advertisement
4/6
ফ্লিপকার্টের এই গ্রসারি স্টোরে এক কেজি চাল, এক কেজি ডাল ও এক কেজি আটার দাম মাত্র এক টাকা ৷ তবে এর জন্য রয়েছে কিছু শর্ত ৷ (Representative Image)
advertisement
5/6
সুপারমার্টে Today's Steal Deals-এর অফার অনুযায়ী অর্ডার করা সামগ্রীর মোট মূল্য ৬০০ টাকা হলেই আর মাত্র এক টাকা দিলেই তার বিনিময়ে গ্রাহকেরা পেতে পারেন এক কেজি চাল অথবা এক কেজি ডাল অথবা এক কেজি আটা ৷ (Representative Image)
advertisement
6/6
এছাড়াও এই অফারের আওতায় রয়েছে তেল, চিনির মতো অন্যান্য সামগ্রীও ৷ উল্লেখ্য, ২০০০ টাকার উপর কেনাকাটা করলে এক টাকায় শপিংয়ের অফার দেয় বিগ বাস্কেটও ৷ (Representative Image)