TRENDING:

বিপদে কাজে দেবে এই ATM কার্ড, মিলবে ১০ লক্ষ টাকা!

Last Updated:
স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ সমস্ত সরকারি ব্যাঙ্ক এই কার্ড জারি করে থাকে ৷ এর পাশাপাশি HDFC, ICICI-সহ বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্কও এই কার্ড জারি করে থাকে ৷
advertisement
1/5
বিপদে কাজে দেবে এই ATM কার্ড, মিলবে ১০ লক্ষ টাকা!
এটিএম কার্ড সাধারণত ক্যাশ তোলার জন্য বা শপিংয়ের জন্য ব্যবহার করেন থাকেন বেশির ভাগ মানুষ ৷ কিন্তু জানেন কী কেবল ক্যাশ তোলা ছাড়াও বিপদের সময় অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে আপনার RuPay কার্ড ৷ এই কার্ডে একাধিক সুবিধা পাওয়া যায় যা সম্বন্ধে খুব কম জনই ওয়াকিবহল ৷ দেখে নিন রুপে কার্ডে কী কী বেনিফিট পাওয়া যায় ৷
advertisement
2/5
RuPay কার্ডে বিনামূল্যে ১০ লক্ষ টাকার ইনস্যুরেন্সের সুবিধা পাওয়া যায় ৷ এই কার্ডে লেনদেন করা অন্য কার্ডের থেকে অনেক বেশি লাভজনক ৷ এটি একটি ভারতীয় স্কিম ৷ ফলে এই কার্ডে যে সমস্ত বেনিফিট দেওয়া হয় তা দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই করা হয়েছে ৷
advertisement
3/5
অন্য কার্ডের তুলনায় রুপে কার্ড অনেক সস্তা ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এটি চালু করেছে ৷ ফলে এই কার্ডের মাধ্যমে ক্লেম করা টাকাও এনপিসিআই দিয়ে থাকে ৷ বিদেশে এটিএমে এই কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক ও পিওএস-এ ব্যবহার করলে পেয়ে যাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক ৷
advertisement
4/5
RuPay-র নন-প্রিমিয়াম কার্ড যে গ্রাহকদের কাছে রয়েছে তাদের দুর্ঘটনায় মৃত্যু বা বিকলাঙ্গ হয়ে গেলে তাদের ১ লক্ষ টাকার বিমা কভার দেওয়া হবে ৷ প্রিমিয়াম কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ২ লক্ষ টাকা ৷
advertisement
5/5
স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ সমস্ত সরকারি ব্যাঙ্ক এই কার্ড জারি করে থাকে ৷ এর পাশাপাশি HDFC, ICICI-সহ বেশিরভাগ বেসরকারি ব্যাঙ্কও এই কার্ড জারি করে থাকে ৷ রুপে কার্ড দু’ধরনের হয়ে থাকে - ক্লাসিক ও প্রিমিয়াম ৷ ক্লাসিক কার্ডে ১ লক্ষ টাকার কভার পাওয়া যায় ৷ প্রিমিয়াম কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পাওয়া যায় ৷ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.rupay.co.in/sites/all/themes/rupay/document/Insurance-Cover-RuPay-Debit-Cards.pdf লিঙ্কে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বিপদে কাজে দেবে এই ATM কার্ড, মিলবে ১০ লক্ষ টাকা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল