সাবধান হন ভাই! WhatsApp-এ বড় ভাই, ছোট ভাইয়ের খপ্পরে পড়লে আর রক্ষা নেই কিন্তু!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এবারে লক্ষ্য হোয়াটসঅ্যাপ, অনেকেই আজকাল +৯২ (দেশের কোড) এমন এক নম্বর থেকে কল পাচ্ছেন। সেখানে বিপদটা কোথায়?
advertisement
1/8

বলা হয়, ছলনার না কি অনেক মুখ! তা, প্রযুক্তির উন্নতি যত হয়েছে, সেই মুখগুলোর বেশ কয়েকটা আমাদের দেখা হয়ে গিয়েছে বইকি। কখনও ফিশিং স্ক্যাম, কখনও ডিপ ফেক- নতুন নতুন জালিয়াতির কায়দা প্রায় রোজই সামনে আসছে।
advertisement
2/8
এবারে লক্ষ্য হোয়াটসঅ্যাপ, অনেকেই আজকাল +৯২ (দেশের কোড) এমন এক নম্বর থেকে কল পাচ্ছেন। সেখানে বিপদটা কোথায়?
advertisement
3/8
মাস কয়েক আগেই আহমেদাবাদের এক ব্যক্তি ইনস্টাগ্রামে জানতে পারেন দুবাইয়ের বড় ভাই আর ছোট ভাইয়ের কাছ থেকে তাঁকে দেওয়া হবে আইফোন, নিতে ইচ্ছুক হলে মেসেজের সঙ্গে দেওয়া লিঙ্ক মারফত পেমেন্ট করতে হবে ৩ হাজার টাকা।
advertisement
4/8
এত সস্তায় আইফোন হয়ে যাবে দেখে খুশি মনেই তিনি টাকাটা দিয়ে দেন। কয়েক দিনের মধ্যেই আবার অনুরোধ, ফোন সুরাতে এসে গিয়েছে, কাস্টমস থেকে ছাড়ানোর জন্য ৮ হাজার টাকা দিতে হবে। এটাও ভদ্রলোক দিয়ে দেন।
advertisement
5/8
এর পর সব চুপ। ফোনের পাত্তা নেই। সই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৭৬ লক্ষ টাকারও পাত্তা নেই। যে দুবার ভদ্রলোক লিঙ্কে ক্লিক করেঠিলেন, তাতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল হাতিয়ে টাকা লোপাট করেছে জালিয়াতরা।
advertisement
6/8
সব ক্ষেত্রেই মূলত ব্যবহার করা হচ্ছে বড় ভাই আর ছোট ভাইয়ের নাম। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে নম্বর হল পাকিস্তানের।
advertisement
7/8
উঁহু, প্রতিবেশী দেশের এখানে কোনও ভূমিকা নেই, তদন্তে তা স্পষ্ট। ওই নম্বর থেকে ফোন পাকিস্তান থেকে আসে না, শুধু ওই দেশের কোড ব্যবহার করা হয়। ফলে, এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে প্রলোভনে ভোলা উচিত হবে না।
advertisement
8/8
সতর্ক থাকতে কী করা দরকার তাহলে? - ফোনে কাউকে ব্যক্তিগত তথ্য দেওয়া চলবে না। - কেউ কোনও প্রতিষ্ঠানের হয়ে কল করলে ভেরিফায়েড নম্বর চেয়ে সেখানে কল করে সত্যতা যাচাই করা উচিত। - এই ধরনের নম্বর থেকে কল বা মেসেজ এলে রিপোর্ট করে তা সঙ্গে সঙ্গে ব্লক করে দেওয়া। - দেশের Do Not Call রেজিস্ট্রিতে নিজের নাম তুলে রাখা, যাতে এই ধরনের অবাঞ্ছিত কল থেকে রেহাই পাওয়া যায়। - স্ক্যাম কল ঠেকাতে কলার আইডি অ্যাপ ব্যবহার করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সাবধান হন ভাই! WhatsApp-এ বড় ভাই, ছোট ভাইয়ের খপ্পরে পড়লে আর রক্ষা নেই কিন্তু!