TRENDING:

Bank Holidays 2023| Bank Close|| মে মাসে ৭ দিন ব্যাঙ্ক বন্ধ! সমস্যা এড়াতে আজই লিস্ট দেখুন, ক্যালেন্ডারেও দাগিয়ে রাখতে পারেন ছুটির দিন

Last Updated:
Bank Holidays 2023: সরকারি ছুটি থাকায় এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। এ বার মে মাসেও চলবে সেই ছুটির রেশ। নতুন মাসেও বেশ কয়েক দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কার্যলয়গুলি।
advertisement
1/12
মে মাসে ৭ দিন ব্যাঙ্ক বন্ধ! সমস্যা এড়াতে আজই লিস্ট দেখুন, ক্যালেন্ডার মিলিয়ে নিন
*নতুন আর্থিক বছর পড়তে না পড়তেই ব্যাঙ্কে শুরু হয়ে গিয়েছে ছুটির মরশুম। এপ্রিল মাসের অর্ধেকটাই বন্ধ ছিল ব্যাঙ্কের শাখা। সরকারি ছুটি থাকায় এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ ছিল ব্যাঙ্ক। সংগৃহীত ছবি। 
advertisement
2/12
*এ বার মে মাসেও চলবে সেই ছুটির রেশ। নতুন মাসেও বেশ কয়েক দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কার্যলয়গুলি। সংগৃহীত ছবি। 
advertisement
3/12
*বছরের একেবারে মাঝখানে ব্যাঙ্কে নানা রকম কাজ থাকেই। এই সময় একাধিক দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলে সাধারণ মানুষের অসুবিধা হওয়ারই কথা। কিন্তু সরকারি ছুটি থাকলে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবেই। সংগৃহীত ছবি। 
advertisement
4/12
*যদিও ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় কাজ সেরে ফেলা যাবে। ফলে লেনদেন সংক্রান্ত বিষয়ে সমস্যা হওয়ার কথা নয়। তবে শাখায় কোনও বিশেষ কাজ থাকলে তা স্থগিত করতেই হবে গ্রাহককে। সংগৃহীত ছবি। 
advertisement
5/12
*আগে থেকে জেনে রাখা দরকার মে মাসের ঠিক কোন কোন তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। যাতে ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে না হয়, সেই মতো প্রস্তুতি নিয়ে রাখা যায়। কোনও কাজ থাকলে আগেই সেরে রাখতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/12
*৫ মে – ৫ মে উত্তরপ্রদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে। শুক্রবার বুদ্ধপূর্ণিমার ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
7/12
*৭ মে - ৭ মে রবিবার, ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিন।- সংগৃহীত ছবি। 
advertisement
8/12
*১৩ মে – এদিন মাসের দ্বিতীয় শনিবার। তাই ব্যাঙ্কে ছুটির দিন। তাই এই দিনেও ব্যাঙ্কের শাখা কার্যালয়ে গেলে কোনও কাজ হবে না। সংগৃহীত ছবি। 
advertisement
9/12
*১৪ মে – আবারও একটি রবিবার। সাপ্তাহিক ছুটির দিন। সংগৃহীত ছবি। 
advertisement
10/12
*২১ মে - এই দিনটিও একটি রবিবার, ব্যাঙ্ক ছুটি থাকবে। সংগৃহীত ছবি। 
advertisement
11/12
*২৮ মে – রবিবার। সংগৃহীত ছবি। 
advertisement
12/12
*ফলে বোঝাই যাচ্ছে, মাসের একেবারে শেষে কোনও কাজ করতে হলে অপেক্ষা করতে হবে ২৯ এবং ৩০ মে তারিখের জন্য- ওই দুই দিন সোম ও মঙ্গলবার। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays 2023| Bank Close|| মে মাসে ৭ দিন ব্যাঙ্ক বন্ধ! সমস্যা এড়াতে আজই লিস্ট দেখুন, ক্যালেন্ডারেও দাগিয়ে রাখতে পারেন ছুটির দিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল