Bank Holidays: আগামী সপ্তাহে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন ছুটির লিস্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন রিজার্ভ ব্যাঙ্কের জারি করা ব্যাঙ্কের ছুটির লিস্ট-
advertisement
1/4

নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একের পর এক উৎসব (Festive season) রয়েছে ৷ ২ নভেম্বর গোবর্ধন পুজো থেকে শুরু করে শনিবার ভাইফোঁটা দিয়ে শেষ হবে ৷ এর জেরে আগামী সপ্তাহে প্রায় ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দীপাবলি, ভাইফোঁটা, গোবর্ধন পুজোর মতো একের পর এক উৎসব রয়েছে ৷
advertisement
2/4
রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট অনুযায়ী, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা উৎসব ও বিশেষ দিন উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্কের ৷ রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বর মাসে ব্যাঙ্ক কর্মীদের লম্বা ছুটির লিস্ট রয়েছে ৷ তাই টাকা পয়সার লেনদেনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান থাকলে একটু আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী মাসে।
advertisement
3/4
দেখে নিন ছুটির লিস্ট
advertisement
4/4
১ নভেম্বর- সোমবার - কন্নড় রাজ্যৎসব- ইম্ফল ও বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৩ নভেম্বর- বুধবার- নরক চতুর্দশী উপলক্ষ্যে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৪ নভেম্বর- বৃহস্পতিবার- দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে আগরতলা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি,হায়দরাবাদ, জয়পুর, কানপুর, কোচি, মুম্বই, নাগপুর, লখনউ-তে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৫ নভেম্বর- শুক্রবার- গোর্বধন পুজো উপলক্ষ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, দেরাদুনে ৷ ৬ নভেম্বর- ভাইদুজের জন্য গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৭ নভেম্বর- রবিবার ব্যাঙ্কের ছুটি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আগামী সপ্তাহে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন ছুটির লিস্ট