TRENDING:

UPI ব্যবহার করেন? ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, দেখে নিন বিস্তারিত

Last Updated:
UPI New Rules: এনপিসিআই-এর বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইউপিআই নম্বর-ভিত্তিক লেনদেন আরও সহজ এবং নিরাপদ হবে।
advertisement
1/7
UPI ব্যবহার করেন? ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, দেখে নিন বিস্তারিত
ইউপিআই নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ককে এখন নিয়মিত ডেটাবেস আপডেট করতে হবে। যে সব মোবাইল নম্বর বন্ধ হয়ে গিয়েছে বা অন্য কেউ ব্যবহার করছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে তালিকা থেকে।
advertisement
2/7
এনপিসিআই-এর বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইউপিআই নম্বর-ভিত্তিক লেনদেন আরও সহজ এবং নিরাপদ হবে। পাশাপাশি ইউপিআই লেনদেন নিয়ে গ্রাহকদের সতর্ক করতে বেশ কয়েকটি কর্মশালারও আয়োজন করেছে এনপিসিআই।
advertisement
3/7
নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (PSP) নিয়মিত ডাটাবেস আপডেট করা বাধ্যতামূলক। এর জন্য ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। সপ্তাহে অন্তত একবার পেশ করতে হবে তালিকা।
advertisement
4/7
NPCI-এর ৩ মার্চ ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "ব্যাঙ্ক এবং PSP/TPAP ডাটাবেসে পুনর্ব্যবহৃত মোবাইল নম্বরের সঠিকভাবে আপডেট করলে, ভুল নম্বরে লেনদেনের সম্ভাবনা অনেকটাই কমবে।" নতুন নিয়মে, ইউপিআই নম্বর সিডিং বা পোর্ট করতে ইউজারদের সম্মতি প্রয়োজন। ডিফল্ট অপশন বন্ধ থাকবে, ব্যবহারকারীকে নিজে অপ্ট-ইন করতে হবে।
advertisement
5/7
এছাড়া, ইউপিআই অ্যাপ ইউজারদের কাছে পাঠানো বার্তা যেন স্পষ্ট হয়। তাতে কোনও ফাঁকফোকর না থাকে। বিভ্রান্তি বা জোর করে সম্মতি আদায়ের চেষ্টা করা যাবে না। লেনদেনের সময় কোনও ভাবেই সম্মতি নেওয়া যাবে না। এনপিসিআই আরও জানিয়েছে, "যদি ম্যাপারের প্রতিক্রিয়া সময়মতো না পাওয়া যায়, তাহলে PSP অ্যাপ নিজেই নম্বর যাচাই করতে পারে। তবে এমন ঘটনা হলে প্রতি মাসে এনপিসিআই-কে রিপোর্ট করতে হবে।" ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে সকল সদস্যকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
6/7
২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে সমস্ত ব্যাঙ্ক ও ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাকে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। ১ এপ্রিল ২০২৫ থেকে তারা প্রতি মাসে এনপিসিআই-কে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। যেখানে নিম্নলিখিত বিষয়গুলি থাকা বাধ্যতামূলক।
advertisement
7/7
মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত মোট ইউপিআই আইডির সংখ্যা।প্রতি মাসে সক্রিয় ইউনিক ইউজারের সংখ্যা।আপডেট করা মোবাইল নম্বর ব্যবহার করে সম্পন্ন হওয়া লেনদেনের সংখ্যা।স্থানীয়ভাবে সমাধান হওয়া ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেনের পরিসংখ্যান।সাপ্তাহিকভাবে ব্যাঙ্কগুলি মোবাইল নম্বরের তথ্য আপডেট করবে। ফলে ভুল লেনদেন বা লেনদেন না হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPI ব্যবহার করেন? ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, দেখে নিন বিস্তারিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল