সুখবর! সরকারি নির্দেশেই আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
যাঁরা উইপিআই ব্যবহার করেন, তাঁদের জন্য সুখবর। সরকারি নির্দেশ মতো ডিজিটাল লেনদেনের জন্য টাকা ফেরত পাবেন গ্রাহকরা।
advertisement
1/4

• The Central Board of Direct Taxes (CBDT) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, সেকশন ২৬৯ আয়কর আইনের আওতায় ভবিষ্যতে RuPay Card or Bhima-UPI–এর মতো প্ল্যাটফর্মে আর কোনও চার্জ কাটা যাবে না।
advertisement
2/4
• কেন্দ্রীয় সরকার এই বিশেষ ব্যবস্থাটি ২০১৯ সালের ফিনান্স অ্যাক্টের আওতায় সেকশন ২৬৯ হিসাবে যুক্ত করেছে। যাতে ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে যাওয়া যায়। বলা হয়েছে, শেষ আর্থিক বর্ষে যাঁরা ৫০ কোটি বা তাঁর বেশি টাকার ব্যবসা করেছে, তাঁদের এই সময় থেকেই ডিজিটাল পেমেন্টের পথে হাঁটতে হবে।
advertisement
3/4
• CBDT–এর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১ জানুয়ারি বা তার পর থেকে ডিজিটাল মাধ্যমে করা লেনদেনের জন্য কাটা টাকা ফের দিতে হবে এবং এরপর থেকে কোনও টাকা এই জন্য কাটা যাবে না।
advertisement
4/4
• CBDT জানিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরের ফিক্স ইলেকট্রনিক মোড, ইউপিআই, কিউআর কোড পেমেন্ট ইত্যাদির জন্য আলাদা করে টাকা কাটা চলবে না। ২০২০ সালের জানু্যারি মাস থেকেই এই আইন চালু হবে।