Cash Withdrawal Limit: কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় জানেন? দেখে নিন কত চার্জ দিতে হয়
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Cash Withdrawal Limit: দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি থেকে টাকা তোলার সীমা এবং চার্জ
advertisement
1/7

নগদ টাকার দরকার পড়লেই এটিএম। কার্ড ঢোকাও আর টাকা বের করো। কিন্তু যতখুশি টাকা তোলা যাবে না। বারবার যাওয়া যাবে না এটিএম-এও। ২০২২-এর ১ জানুয়ারি থেকে গ্রাহকদের এটিএম ব্যবহারের সীমা বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সীমা অতিক্রম করলেই দিতে হবে চার্জ।
advertisement
2/7
দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি থেকে টাকা তোলার সীমা এবং চার্জ: রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, পিএনবি, অ্যাক্সিস এবং অন্যান্য ব্যাঙ্ক টাকা তোলার সীমা এবং এটিএম ব্যবহারের সীমা বেঁধে দিয়েছে।
advertisement
3/7
এসবিআই: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই-এর এটিএমে ৪০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত তোলা যায়। এক মাসে পাঁচ বার বিনামূল্যে টাকা তুলতে পারেন গ্রাহক। এই সীমা পেরিয়ে গেলে টাকা তোলার জন্য ২০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয় সঙ্গে জিএসটি (টাকা তোলার পরিমাণের উপর নির্ভর করে)। নন-এসবিআই এটিএমেও টাকা তোলার ফি ২০ টাকা এবং সঙ্গে জিএসটি (টাকা তোলার পরিমাণের উপর নির্ভর করে)। বিদেশি এটিএম লেনদেনে ন্যূনতম ১০০ টাকা, জিএসটি এবং ৩.৫ শতাংশ কর দিতে হয়।
advertisement
4/7
এইচডিএফসি: এইচডিএফসি ব্যাঙ্কের এটিএমে ২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত তোলা যায়। মাসে ৫ বার বিনামূল্যে টাকা তুলতে পারেন গ্রাহক। তারপর তুললে ২১ টাকা ফি এবং ট্যাক্স দিতে হয়। নন-এইচডিএফসি এটিএমের ক্ষেত্রেও একই নিয়ম। বিদেশি এটিএম লেনদেনে ১২৫ টাকা ফি এবং সঙ্গে ট্যাক্স দিতে হয়।
advertisement
5/7
আইসিআইসিআই: আইসিআইসিআই ব্যাঙ্ক এটিএমে টাকা তোলার সীমা নির্ভর করে ডেবিট কার্ডের ধরণের উপর। পাঁচ বার বিনামূল্যে এবং তারপর থেকে ২০ টাকা ফি দিতে হয়। অ-আর্থিক লেনদেনে ৮.৫০ ফি নেওয়া হয়। বিদেশি এটিএম লেনদেনে ফি নেওয়া হয় ন্যূনতম ১৫০ টাকা।
advertisement
6/7
অ্যাক্সিস ব্যাঙ্ক: এখানেও টাকা তোলার সীমা নির্ভর করে ডেবিট কার্ডের ধরনের উপর। পাঁচ বার বিনামূল্যে টাকা তুলতে পারেন গ্রাহক। তারপর থেকে ২১ টাকা করে ফি নেওয়া হয়। নন-অ্যাক্সিস এটিএমের ক্ষেত্রেও একই নিয়ম। বিদেশি এটিএম লেনদেনে ১২৫ টাকা ফি দিতে হয়।
advertisement
7/7
পিএনবি ব্যাঙ্ক: পিএনবি ব্যাঙ্কের এটিএম থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যায়। বিনামূল্যে মাসে ৫ বার টাকা তুলতে পারেন গ্রাহক। তারপর থেকে ২০ টাকা করে ফি দিতে হয়। নন-পিএনবি এটিএমের ক্ষেত্রেও একই নিয়ম। বিদেশি এটিএম লেনদেনে ১৫০ টাকা ফি দিতে হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cash Withdrawal Limit: কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় জানেন? দেখে নিন কত চার্জ দিতে হয়