TRENDING:

Bank Of India FD: ৩৩৩ দিন মেয়াদের নতুন এফডি স্কিম নিয়ে এল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৭.৯০ শতাংশ হারে মিলবে সুদ

Last Updated:
১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই স্কিম। সুদের হার অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় বেশি। সবচেয়ে লাভবান হবেন সুপার সিনিয়র সিটিজেনরা।
advertisement
1/6
৩৩৩ দিন মেয়াদের নতুন FD স্কিম নিয়ে এল Bank Of India, ৭.৯০ শতাংশ হারে মিলবে সুদ
পুজোর মরশুমে নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নাম ‘স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট’। মেয়াদ ৩৩৩ দিন। ১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই স্কিম। সুদের হার অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় বেশি। সবচেয়ে লাভবান হবেন সুপার সিনিয়র সিটিজেনরা।
advertisement
2/6
স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ। অর্থাৎ ৫০ বেসিস পয়েন্ট বেশি। সুপার সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ অর্থাৎ ৭.৯০ শতাংশ হারে সুদ পাবেন।
advertisement
3/6
এখানেই শেষ নয়। স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে বেশ কিছু সুবিধাও দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেমন এফডি-এর বিপরীতে ঋণ নিতে পারবেন গ্রাহক। চাইলে মেয়াদ শেষের আগে টাকা তোলাও যাবে। হঠাত টাকার প্রয়োজন পড়লে অন্য কোথাও ছুটতে হবে না গ্রাহকদের। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও গ্রাহক স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলা যাবে।
advertisement
4/6
এ ছাড়া BOI Omni Neo অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এতে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। স্টার ধন বৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সীমিত সময়ের জন্যই এমন আকর্ষণীয় হারে সুদ মিলবে বলে ইঙ্গিত দিয়েছে ব্যাঙ্ক। তাই অফারের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহকদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।
advertisement
5/6
বলে রাখা ভাল, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে একাধিক ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। সুদের হার ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ৩০ দিন এবং ৩১ দিন থেকে ৪৫ দিন মেয়াদের এফডিতে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
6/6
৪৬ দিন থেকে ৯০ দিন এবং ৯১ দিন ১৭৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন, ২১১ দিন থেকে ২৬৯ দিন এবং ২৭০ দিন ১ বছরের কম মেয়াদি ফিক্সদ ডিপোজিটে ৬ শতাংশ হারে সুদ পান গ্রাহক। এছাড়া ১ বছর এবং ২ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৮০ শতাংশ, ৩ বছর এবং ৪ বছর মেয়াদে ৬.৫০ শতাংশ, ৫ বছর মেয়াদে ৬ শতাংশ এবং দশ বছর মেয়াদে ৬ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Of India FD: ৩৩৩ দিন মেয়াদের নতুন এফডি স্কিম নিয়ে এল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৭.৯০ শতাংশ হারে মিলবে সুদ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল