Bank Of Baroda-য় ৩৯৯ দিনের FD-তে ৩,৯৯,৯৯৯ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন পাবেন দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Of Baroda Fixed Deposit: ১৫ জুলাই থেকে শুরু হয়েছে এই স্কিম।
advertisement
1/6

‘মনসুন ধামাকা’ নিয়ে এল ব্যাঙ্ক অফ বরোদা। এখন ৩৯৯ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। এই স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ।
advertisement
2/6
এখন কেউ যদি ৩৯৯ দিন মেয়াদে ৩,৯৯,৯৯৯ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কত টাকা রিটার্ন পাবেন? ব্যাঙ্ক অফ বরোদার ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.২৫ শতাংশ সুদের হারে ৪,৩৩,১৫৫ টাকা রিটার্ন মিলবে। অর্থাৎ সুদ হিসাবে মিলছে ৩৩,১৫৬ টাকা। ১৫ জুলাই থেকে শুরু হয়েছে এই স্কিম। ৩ কোটি টাকার কম বিনিয়োগে এই সুদ পাওয়া যাবে বলে জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা।
advertisement
3/6
‘মনসুন ধামাকা’-য় আরও একটা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এই স্কিমের মেয়াদ ৩৩৩ দিন। সাধারণ নাগরিকদের ৭.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬৫ শতাংশ।
advertisement
4/6
অন্য দিকে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র চারটি ভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। এতে ২০০ দিন, ৪০০ দিন, ৬৬৬ দিন এবং ৭৭৭ দিন মেয়াদে বিনিয়োগ করা যাবে। ২০০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯ শতাংশ, ৪০০ দিনে ৭.১০ শতাংশ, ৬৬৬ দিনে ৭.১৫ শতাংশ এবং ৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।
advertisement
5/6
বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য ‘অমৃত বৃষ্টি’ নামের একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই। এই স্কিমের মেয়াদ ৪৪৪ দিন। বার্ষিক ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে সাধারণ গ্রাহকদের। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ।
advertisement
6/6
এছাড়া স্টেট ব্যাঙ্কের ‘অমৃত কলস’ ফিক্সড ডিপোজিট স্কিমেও বিনিয়োগ করা যায়। এই স্কিমে প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ এবং সাধারণ গ্রাহকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ‘অমৃত কলস’ ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৪০০ দিনের। সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই স্কিমের বিশেষত্ব হল, মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধ বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Of Baroda-য় ৩৯৯ দিনের FD-তে ৩,৯৯,৯৯৯ টাকা বিনিয়োগ করছেন? কত রিটার্ন পাবেন দেখুন