Bank License Cancelled: এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? আর টাকা তুলতে পারবেন না, লাইসেন্স বাতিল করে দিল RBI
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank License Cancelled: কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, বর্তমান আর্থিক অবস্থার কারণে ব্যাঙ্ক তার অ্যাকাউন্টধারীদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারবে না।
advertisement
1/9

মুম্বইয়ের দ্য সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দিল আরবিআই। ২০ জুন থেকে এই ব্যাঙ্কের গ্রাহকরা আর টাকা তুলতে পারবেন না। এই নিয়ে সার্কুলার জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
2/9
সেখানে দ্য সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ব্যাঙ্কিং সম্পর্কিত সমস্ত কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরবিআই আরও জানিয়েছে, এই ব্যাঙ্কে যে সব গ্রাহকের অ্যাকাউন্ট আছে তাঁরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন।
advertisement
3/9
মহারাষ্ট্রের সমবায় কমিশনার এবং রেজিস্ট্রারকেও ব্যাঙ্ক বন্ধ করার আদেশ জারি করতে এবং লিকুইডেটর নিয়োগ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, বর্তমান আর্থিক অবস্থার কারণে ব্যাঙ্ক তার অ্যাকাউন্টধারীদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারবে না। ব্যাঙ্ককে কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া হলে জনগণের ওপর বিরূপ প্রভাব পড়বে।
advertisement
4/9
কেন ৫ লক্ষ টাকা? অ্যাকাউন্ট প্রতি ৫ লক্ষ টাকার বিমা করা হয়। ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে, উঠে গেলে বা দেউলিয়া হয়ে গেলে বিমা কভার হিসেবে সেই টাকা পান গ্রাহক। ধরা যাক, কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ১০ লাখ টাকা রয়েছে।
advertisement
5/9
এখন যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়, তিনি বিমা কভারের আওতায় ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে ৫ লাখ টাকাই পাবেন, তার বেশি নয়। রিজার্ভ ব্যাঙ্কের জারি করা সার্কুলারে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
advertisement
6/9
কেন দ্য সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হল? আরবিআই জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের জারি করা নিয়ম মানত না দ্য সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক। তাছাড়া ব্যাঙ্কের পর্যাপ্ত তহবিলও ছিল না। এই নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল। শেষ পর্যন্ত ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
7/9
কেন দ্য সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হল? আরবিআই জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের জারি করা নিয়ম মানত না দ্য সিটি কোঅপারেটিভ ব্যাঙ্ক। তাছাড়া ব্যাঙ্কের পর্যাপ্ত তহবিলও ছিল না। এই নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল। শেষ পর্যন্ত ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
8/9
গত কয়েক বছরে একাধিক রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কে অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা ধরনের বেআইনি কার্যকলাপ ধরা পড়েছে। আরবিআই অনেক ব্যাঙ্কের উপর জরিমানাও আরোপ করেছে। কিছু ব্যাঙ্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকী লাইসেন্সও বাতিল করা হয়েছে।
advertisement
9/9
গ্রাহকদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। সঞ্চিত টাকা যেন নিরাপদে থাকে, সেটাই দেখা হয়। এই কারণেই ব্যাঙ্কিং নিয়ম না মানলে ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ করে আরবিআই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank License Cancelled: এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? আর টাকা তুলতে পারবেন না, লাইসেন্স বাতিল করে দিল RBI