Bank Holidays : মহরম উপলক্ষ্যে ১৭ জুলাই কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holidays: এখানে রইল জুলাই মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা।
advertisement
1/9

১৭ জুলাই মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম। ভারতের বিভিন্ন রাজ্যে মহরম পালিত হয়। সেই উপলক্ষ্যে এই দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে অনলাইন লেনদেন করতে পারবেন গ্রাহক। ফলে ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না।
advertisement
2/9
সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী ১৭ জুলাই বুধবার অন্ধ্র প্রদেশ, মিজোরাম, রাজস্থান, তামিলনাড়ু, গুজরাত, কর্ণাটক, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর, বিহার, ছত্তিশগড়, দিল্লি, ত্রিপুরা, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
3/9
মহরমের দিনই মেঘালয়ে ইউ তিরোত সিং দিবসের ছুটি থাকবে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ইউ তিরোত সিংয়ের স্মৃতিতে মেঘালয়ে রাষ্ট্রীয় ছুটি থাকে। ফলে ১৭ জুলাই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
4/9
মহরমের ছুটির কারণে যে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের একদিন আগে বা পরে ব্যাঙ্কের কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে আর্থিক কার্যক্রম চালু রাখতে অসুবিধায় পড়তে হবে না। তবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ও এটিএম চালু থাকবে।
advertisement
5/9
কেন মহরম পালন করা হয়: ইসলামিক নববর্ষের প্রথম দিন মহরম। শোক ও দুঃখের সময়। মহরমের দশম দিন আশুরা নামে পরিচিত। কারবালার যুদ্ধে নবী মহম্মদের নাতি ইমাম হোসাইনের মৃত্যুকে স্মরণ করা হয় এই দিনে। উপবাস, প্রার্থনা ও শোকযাত্রা সহকারে মিছিলের মধ্যে দিয়ে পালিত হয় মহরম।
advertisement
6/9
বলে রাখা ভাল, জুলাই মাসে ৩১ দিনের মধ্যে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবার ছুটি রয়েছে। এখানে রইল জুলাই মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা।
advertisement
7/9
-৬ জুলাই: MHIP দিবসে মিজোরামের ব্যাঙ্কে ছুটি থাকবে৷-৭ জুলাই: রবিবার। -৮ জুলাই: মণিপুরে কং-রথযাত্রা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -৯ জুলাই: দ্রুকপা শে-জি উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকবে। -১৩ জুলাই: দ্বিতীয় শনিবার।
advertisement
8/9
-১৪ জুলাই: রবিবার ছুটি।-১৬ জুলাই: হরেলা উপলক্ষ্যে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -১৭ জুলাই: মহরম/আশুরা। -২১ জুলাই: রবিবারের ছুটি।
advertisement
9/9
-২৭ জুলাই: চতুর্থ শনিবারের ছুটি।-২৮ জুলাই: রবিবারের ছুটি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays : মহরম উপলক্ষ্যে ১৭ জুলাই কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন বিস্তারিত