Bank Holidays September: এখনই জেনে নিন কবে কবে যাবেন না ব্যাঙ্কে, ১২ দিনের বেশি বন্ধ থাকছে বন্ধ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেশের রাজ্যগুলির হিসেবে আলাদা আলাদা ছুটি হয়৷ অগাস্ট মাসে শনিবার-রবিবার শুদ্ধ ধরে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল৷ সেপ্টেম্বরে সেটা ১৩টি ছুটি (Bank Holidays) হচ্ছে৷
advertisement
1/5

#নয়াদিল্লি: সেপ্টেম্বর মাসের শুরুতেই নিশ্চয় প্ল্যান করে নিচ্ছেন কবে, কখন কোন কাজ করবেন৷ ব্যাঙ্কের কাজের জন্যেও নিশ্চিতভাবেই নির্দিষ্ট দিন বরাদ্দ করে রাখছেন৷ তবে আগেই একবার দেখে নিন ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays) ঠিক কি রয়েছে৷ এখন ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যুগ তাই প্রচুর কাজই এখন ব্যাঙ্কে না গিয়েও হয়ে যায়৷ তবে এখনও কিছু কাজের জন্য গ্রাহকদের নিজের নিজের ব্যাঙ্কের ব্র্যাঞ্চেও যেতে হয়৷ তাই ছুটির লিস্টটা জেনে নেওয়া খুবই জরুরি৷ Photo- Representative
advertisement
2/5
সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে আলাদা আলাদা জায়গায় ব্যাঙ্ক প্রায় ১৩ দিন মতো বন্ধ থাকবে৷ (Bank Holidays in September 2022) ব্যাঙ্কে ছুটির দিনগুলি এই অগাস্ট মাসেও বেশ কয়েকটি পরপর ছুটি এখনও আছে৷ ২৭ অগাস্ট চতুর্থ শনিবার, ২৮ অগাস্ট রবিবার , এছাড়া ২৯ অগাস্ট শ্রীমন্ত শঙ্করদেবের তিথি রয়েছে৷ ৩১ অগাস্ট মাসের শেষদিন গুজরাত, মহারাষ্ট্র আর কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ Photo- Representative
advertisement
3/5
সেপ্টেম্বরে এই তারিখগুলিতে ব্যাঙ্কে যাবেন না দেশের রাজ্যগুলির হিসেবে আলাদা আলাদা ছুটি হয়৷ অগাস্ট মাসে শনিবার-রবিবার শুদ্ধ ধরে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল৷ সেপ্টেম্বরে সেটা ১৩টি ছুটি (Bank Holidays) হচ্ছে৷ Photo- Representative
advertisement
4/5
দেখে নিন সেই ছুটির লিস্ট ১ সেপ্টেম্বর-গণেশ চতুর্থীর ছুটি ৪ সেপ্টেম্বর- রবিবার ব্যাঙ্ক বন্ধ ৬ সেপ্টেম্বর- বিশ্বকর্মা পুজো ব্যাঙ্ক বন্ধ ৭-৮ সেপ্টেম্বর- ওনামের জন্য তিরুবনন্তপুরমে ও কোচিতে ব্যাঙ্ক বন্ধ ৯ সেপ্টেম্বর- ইন্দ্রজাতা-র জন্য গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ ১০ সেপ্টেম্বর- শ্রী নরবতা গুরু জয়ন্তীতে তিরুবনন্তপুরম, কোচিতে ব্যাঙ্ক বন্ধ ১১ সেপ্টেম্বর- রবিবার সাপ্তাহিক অবকাশ Photo- Representative
advertisement
5/5
১৮ সেপ্টেম্বর- রবিবার ব্যাঙ্ক বন্ধ ২১ সেপ্টেম্বর- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষ্যে তিরুবনন্তপুরম ও কোচিতে ব্যাঙ্ক বন্ধ ২৪ সেপ্টেম্বর- চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ ২৫ সেপ্টেম্বর- রবিবার ব্যাঙ্ক বন্ধ ২৬ সেপ্টেম্বর- নবরাত্রির সূচনার জন্য জয়পুর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ Photo- Representative
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays September: এখনই জেনে নিন কবে কবে যাবেন না ব্যাঙ্কে, ১২ দিনের বেশি বন্ধ থাকছে বন্ধ