TRENDING:

Bank Holiday List: চলতি সপ্তাহে ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !

Last Updated:
Bank Holiday List: চলতি সপ্তাহে ৩ দিন দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোন কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা জেনে নিন ৷
advertisement
1/6
চলতি সপ্তাহে ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
চলতি সপ্তাহে তিন দিন দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রকাশিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৫, ২৭ এবং ২৮ আগস্ট ২০২৫ তারিখে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের ব্যাঙ্ক একাধিক রাজ্যে বন্ধ থাকবে।
advertisement
2/6
২৫ আগস্ট গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্থানীয় উৎসব উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে ওই অঞ্চলের ব্যাঙ্কের কাজে প্রভাব পড়বে। শ্রীমন্ত শংকরদেবের প্রয়াণ দিবস উপলক্ষ্যে এই ছুটি দেওয়া হয়েছে ।
advertisement
3/6
আগামী ২৭ আগস্ট আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি ও বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পর ২৮ আগস্ট ভুবনেশ্বর ও পানাজিতে ছুটি ঘোষণা করা হয়েছে। গণেশ চতুর্থী ২৭ আগস্ট পালিত হলেও কিছু অঞ্চলে এটি ২৮ আগস্ট পালন করা হবে।
advertisement
4/6
মনে রাখা জরুরি যে এই ছুটিগুলি কেবল নির্দিষ্ট রাজ্যভিত্তিক, অর্থাৎ দেশের অন্যান্য অংশে ব্যাঙ্ক স্বাভাবিকভাবেই চালু থাকবে।
advertisement
5/6
ব্যাঙ্ক ছুটির সময়েও গ্রাহকেরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI এবং ATM–এর মাধ্যমে পরিষেবা ব্যবহার করতে পারবেন। যদিও এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে লেনদেন চালু থাকবে, তবে চেক ক্লিয়ারিং ও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা, যা Negotiable Instruments Act দ্বারা নিয়ন্ত্রিত, সেসব পরিষেবা ওই দিনগুলিতে সম্পন্ন হবে না।
advertisement
6/6
কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ?২৫ আগস্ট ২০২৫ (সোমবার): গুয়াহাটিতে আঞ্চলিক উৎসব উপলক্ষে ছুটি।২৭ আগস্ট ২০২৫ (বুধবার): কিছু রাজ্যে যেমন আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি ও বিজয়ওয়াড়ায় বিশেষ উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): ভুবনেশ্বর ও পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday List: চলতি সপ্তাহে ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল