Bank Holiday: আজ ব্যাঙ্ক খোলা থাকবে না কি বন্ধ? দেখে নিন RBI-র ছুটির তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday: আজ, ১৬ সেপ্টেম্বর, সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে না খোলা থাকবে? জেনে নিলে স্বাভাবিক ভাবেই দুর্ভোগ এড়ানো সম্ভব হবে, ব্যাঙ্কে গিয়ে হয়রান হতে হবে না।
advertisement
1/7

বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল চোখে পড়ছে রাস্তার মোড়ে মোড়ে। সেই সঙ্গেই উঁকি দিয়ে যাচ্ছে একটা প্রশ্ন- আজ, ১৬ সেপ্টেম্বর, সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে না খোলা থাকবে? জেনে নিলে স্বাভাবিক ভাবেই দুর্ভোগ এড়ানো সম্ভব হবে, ব্যাঙ্কে গিয়ে হয়রান হতে হবে না।
advertisement
2/7
যদি ব্যাঙ্কের ছুটির তালিকা খতিয়ে দেখা যায়, তাহলে বলতে হবে যে আজ, ১৬ সেপ্টেম্বর, সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও দেশের সর্বত্র নয়, নির্দিষ্ট কিছু রাজ্যে। উপলক্ষ্য পবিত্র ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নবি হজরত মহম্মদের জন্মদিবস। যাকে অভিহিত করা হয়েছে ইদ-এ-মিলাদ নামে। অনেকে একে মওলিদ নামেও ডেকে থাকেন। সঙ্গত কারণেই এই দিন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অতীব গুরুত্বপূর্ণ, আনন্দের তো বটেই। সে কারণেই এই ছুটি ঘোষণা করা হয়েছে।
advertisement
3/7
তাহলে আজ, ১৬ সেপ্টেম্বর, সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকছে কোন কোন রাজ্যে? দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
4/7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্মতিক্রমে আজ, ১৬ সেপ্টেম্বর, সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকছে গুজরাত, মিজোরাম, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মণিপুর, জম্মু, কেরল, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে।
advertisement
5/7
জানিয়ে রাখা ভাল, ইতিপূর্বে নেগোশিয়েবল ইন্স্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ধারা ২৫ অনুসারে মহারাষ্ট্র সরকার ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেছিল। সেই অনুসারে ওই দিন ব্যাঙ্কের যাবতীয় কাজ বন্ধ থাকবে, ফের শুরু হবে ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে।
advertisement
6/7
দেখে নেওয়া যাক চলতি মাসে আর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/7
-১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ইন্দ্রযাত্রা/ইদ-এ-মিলাদ)- সিকিম, ছত্তিশগড়, মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।-১৮ সেপ্টেম্বর, বুধবার পাং-লাবসোল- সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ -২০ সেপ্টেম্বর, শুক্রবার ঈদ-এ-মিলাদ- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -২১ সেপ্টেম্বর, শনিবার শ্রীনারায়ণ গুরু সমাধি দিবস- কেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -২৩ সেপ্টেম্বর, সোমবার মহারাজা হরি সিংজির জন্মদিন- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -২৫ সেপ্টেম্বর, বুধবার রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন- শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday: আজ ব্যাঙ্ক খোলা থাকবে না কি বন্ধ? দেখে নিন RBI-র ছুটির তালিকা