TRENDING:

Bank Holidays On Diwali: সোমবার না মঙ্গলবার ? কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক ?

Last Updated:
Bank Holiday On Diwali: দীপাবলিতে কলকাতায় ব্যাঙ্ক কবে বন্ধ থাকবে তা নিয়ে অনেকেই দ্বিধায়। সোমবার না মঙ্গলবার? জেনে নিন আরবিআই প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী সঠিক তারিখ ও দীপাবলি সপ্তাহের ব্যাঙ্ক ছুটি সংক্রান্ত সব তথ্য।
advertisement
1/9
সোমবার না মঙ্গলবার ? কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
গোটা দেশ মেতে উঠেছে আলোর উৎসবে ৷ দীপাবলি উপলক্ষ্যে চলতি সপ্তাহে ব্যাঙ্কগুলিতে একাধিক সরকারি ও আঞ্চলিক ছুটি পালন করা হবে, যা আরবিআই-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত। তবে এই ছুটিগুলি সারাদেশে একরকম নয় — রাজ্যভেদে ভিন্ন ভিন্ন। অর্থাৎ, কিছু তারিখে কিছু রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে, আবার অন্য রাজ্যগুলিতে ব্যাঙক স্বাভাবিকভাবে খোলা থাকবে।
advertisement
2/9
ব্যাঙ্ক ছুটির দিনে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI এবং এটিএম-এর মাধ্যমে পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন। তবে, Negotiable Instruments Act অনুযায়ী চেক ক্লিয়ারিং এবং অন্যান্য কাউন্টার সার্ভিস সেই সময়ে উপলব্ধ থাকবে না।
advertisement
3/9
এই সপ্তাহের ব্যাঙ্ক ছুটি-অক্টোবর ২০ (সোমবার) – দীপাবলিতে ছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, সিকিম, অসম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, গোয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং কেরালা।
advertisement
4/9
অক্টোবর ২১ (মঙ্গলবার) –দীপাবলিরছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান।
advertisement
5/9
অক্টোবর ২২, ২০২৫ (বুধবার) –ছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, সিকিম, অসম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ।
advertisement
6/9
অক্টোবর ২৩, ২০২৫ (বৃহস্পতিবার) –ভাইফোঁটা/ভাইদূজ/ভ্রাতৃদ্বিতীয়াছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:গুজরাট, নাগাল্যান্ড, সিকিম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং হিমাচল প্রদেশ।
advertisement
7/9
অক্টোবর ২৭, ২০২৫ (সোমবার) – ছট্ পুজোয়ছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
advertisement
8/9
অক্টোবর ২৮, ২০২৫ (মঙ্গলবার) – ছট্‌ পূজা (সকালের পুজা)ছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:বিহার এবং ঝাড়খণ্ডের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
advertisement
9/9
অক্টোবর ৩১, ২০২৫ (শুক্রবার) – সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকীতেছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যে:সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র গুজরাটে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays On Diwali: সোমবার না মঙ্গলবার ? কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল