TRENDING:

Bank Fixed Deposit: একটা ব্যাঙ্কে সর্বোচ্চ ক’টা FD খোলা যায়? সর্বাধিক রিটার্ন পেতে এই টিপসগুলো মেনে চলুন

Last Updated:
Bank Fixed Deposit: একাধিক এফডি পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।
advertisement
1/7
একটা ব্যাঙ্কে সর্বোচ্চ ক’টা FD খোলা যায়? সর্বাধিক রিটার্ন পেতে কী করতে হবে ?
নির্ঝঞ্ঝাট বিনিয়োগ মানেই ফিক্সড ডিপোজিট। টাকা থাকে নিরাপদ, সঙ্গে মেলে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। প্রবীণ নাগরিকরা সুদ বেশি পান। তাঁদের জন্যও এটা আদর্শ। তবে অনেকেই জানতে চান, সর্বোচ্চ ক’টা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়? উত্তর সহজ। একজন গ্রাহক যত খুশি এফডি করতে পারেন। তবে একাধিক এফডি পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করা হল।
advertisement
2/7
সমস্ত তথ্য রাখতে হবে হাতের মুঠোয়: অ্যাকাউন্ট নম্বর, জমার পরিমাণ, সুদের হার, ম্যাচিউরিটির তারিখের মতো সমস্ত তথ্য হাতের কাছে রাখতে হবে। এর জন্য কোনও স্প্রেডশীট বা অ্যাপ ব্যবহার করা যায়। এতে কাজটা সহজ হয়ে যাবে। ম্যাচিউরিটির তারিখ যেন এক না হয়: খেয়াল রাখতে হবে, সব কটা ফিক্সড ডিপোজিট যেন একই সময় বা একই মাসে ম্যাচিউর না করে। এর ফলে লিকুইডিটি বজায় থাকবে। হাতে নগদ টাকার অভাব হবে না।
advertisement
3/7
অটো রিনিউয়াল করা যায় তবে সতর্কতার সঙ্গে: হাতে যদি নগদ টাকার প্রয়োজন না থাকে তাহলে অটো রিনিউয়াল করে রাখাই ভাল। মেয়াদ শেষে টাকা স্বয়ংক্রিয়ভাবে নতুন এফডি-তে বিনিয়োগ হয়ে যাবে। বিনিয়োগকারীকে ম্যানুয়ালি বিনিয়োগ করতে হবে না।
advertisement
4/7
পুনরায় বিনিয়োগের আগে কয়েকটা বিষয়: পুনরায় বিনিয়োগের আগে নিজের আর্থিক প্রয়োজনগুলো খতিয়ে দেখা উচিত। সামনে কোনও বড় খরচ আছে কি না, নগদ টাকার প্রয়োজন পড়ার সম্ভাবনা কতটা, এই সব কিছু মাথায় রাখতে হবে।
advertisement
5/7
একটা ব্যাঙ্কে একাধিক এফডি না কি একাধিক ব্যাঙ্কে: বিশেষজ্ঞরা বলছেন, একটি ব্যাঙ্কে একাধিক ফিক্সড ডিপোজিট করার চেয়ে একাধিক ব্যাঙ্কে করাই ভাল। এতে নিরাপত্তা বাড়ে। ঝুঁকি কমে যায়। সুদের হারেও সুবিধা পাওয়া যেতে পারে। কী রকম?
advertisement
6/7
ডিপোজিট ইনস্যুরেন্স: ব্যাঙ্ক প্রতিটি ডিপোজিটের বিমা করায়। কোনও কারণে যদি ব্যাঙ্ক উঠে যায় তাহলে গ্রাহক ৫ লাখ টাকা পর্যন্ত পান। তাই একটি ব্যাঙ্কে একাধিক এফডি করার চেয়ে একাধিক ব্যাঙ্কে করাই ভাল। এতে নিরাপত্তা বাড়ে।
advertisement
7/7
সুদের হার: ফিক্সড ডিপোজিটে সুদের হার এক নয়। বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম। তাই বিভিন্ন ব্যাঙ্কে এফডি খুললে সেরা সুদের হার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।ঝুঁকি কম থাকে: কোনও ব্যাঙ্কে আর্থিক সমস্যা চললে গ্রাহককেও সমস্যায় পড়তে হয়। তাই একাধিক ব্যাঙ্কে এফডি করলে ঝুঁকি কমে যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Fixed Deposit: একটা ব্যাঙ্কে সর্বোচ্চ ক’টা FD খোলা যায়? সর্বাধিক রিটার্ন পেতে এই টিপসগুলো মেনে চলুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল