TRENDING:

১৫ শতাংশ বেতন বৃদ্ধি! দিওয়ালির আগেই ব্যাঙ্ক কর্মীদের জন্য দারুণ সুখবর

Last Updated:
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্ক এবং কয়েকটি বিদেশি ব্যাঙ্কের কর্মীরা এর ফলে উপকৃত হবেন৷
advertisement
1/5
১৫ শতাংশ বেতন বৃদ্ধি! দিওয়ালির আগেই ব্যাঙ্ক কর্মীদের জন্য দারুণ সুখবর
ব্যাঙ্ক কর্মচারীদের জন্য সুখবর৷ দীর্ঘদিনের টালবাহানার পর অবশেষে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়শনের সঙ্গে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হল৷ আর এই চুক্তি অনুযায়ী, ব্যাঙ্ক কর্মীদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে৷
advertisement
2/5
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাশাপাশি বেশ কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্ক এবং কয়েকটি বিদেশি ব্যাঙ্কের কর্মীরা এর ফলে উপকৃত হবেন৷ বিবৃতিতে আইবিএ জানিয়েছে, কর্মীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব আনতে এই প্রথমবার বেসরকারি সংস্থাগুলির আদলে পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ বা PLA-এ চালু করা হচ্ছে ব্যাঙ্কিং ক্ষেত্রে৷ চলতি অর্থবর্ষ থেকে এই ব্যবস্থা চালু করা হবে৷
advertisement
3/5
প্রতি পাঁচ বছর অন্তর এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়৷ বেতন বৃদ্ধি ছাড়াও এই চুক্তিতে ব্যাঙ্ক কর্মীরা কী কী সুযোগ, সুবিধা পাবেন সে বিষয়েও আলোচনা করা হয়৷
advertisement
4/5
২০১৭ সালে এর আগের বারে করা দ্বিপাক্ষিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল৷ কিন্তু নতুন চুক্তির শর্ত নিয়ে দু' পক্ষ ঐক্যমতে পৌঁছতে না পারায় এবং করোনা অতিমারির কারণে চুক্তি নবীকরণ করতে এতটা দেরি হল৷
advertisement
5/5
ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে IBA-র চুক্তি সম্পন্ন হওয়ায় এলআইসি সহ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ সরকারি আর্থিক লেনদেনকারী সংস্থাগুলির কর্মীদেরও বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়ল৷ কারণ ব্যাঙ্ক কর্মীদের যে হারে বেতন বৃদ্ধি হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ধরনের প্রতিষ্ঠানগুলির কর্মীদের বেতন বৃদ্ধি করে সরকার৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১৫ শতাংশ বেতন বৃদ্ধি! দিওয়ালির আগেই ব্যাঙ্ক কর্মীদের জন্য দারুণ সুখবর
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল