Bandhan Bank Q4 Results: বন্ধন ব্যাঙ্কের Net profit ৪৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৩১৮ কোটি টাকায়, শেয়ার প্রতি ১.৫ টাকা ডিভিডেন্ডেরও ঘোষণা, প্রকাশ্যে এল চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Bandhan Bank Q4 results: গত ৩১ মার্চ ২০২৫ তারিখ শেষ হওয়া ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করল বন্ধন ব্যাঙ্ক। ৩০ এপ্রিল তারা যে রিপোর্ট প্রকাশ্যে এনেছে, তা থেকে জানা যাচ্ছে যে, নেট প্রফিট ৪৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৮ কোটি টাকায় এসে পৌঁছে গিয়েছে।
advertisement
1/6

গত ৩১ মার্চ ২০২৫ তারিখ শেষ হওয়া ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করল বন্ধন ব্যাঙ্ক। ৩০ এপ্রিল তারা যে রিপোর্ট প্রকাশ্যে এনেছে, তা থেকে জানা যাচ্ছে যে, নেট প্রফিট ৪৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৮ কোটি টাকায় এসে পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে, আগের বছর এই সময়ে নেট প্রফিট ছিল ৫৪.৬ কোটি টাকা। ধারাবাহিক ভিত্তিতে বন্ধন ব্যাঙ্কের নেট প্রফিট ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।
advertisement
2/6
প্রতি শেয়ারে ১.৫ টাকা ডিভিডেন্ডের কথাও ঘোষণা করেছে বন্ধন ব্যাঙ্ক। এদিকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নেট ইন্টারেন্ট ইনকাম ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৪ শতাংশ হ্রাস পেয়ে ২৭৫৬ কোটি টাকায় এসে ঠেকেছে। গত বছর একই ত্রৈমাসিকে যা ছিল ২৮৬০ কোটি টাকা। আবার গত ৩০ এপ্রিল বিএসই-তে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম ১.৭ শতাংশ হ্রাস পেয়ে ১৬৫ টাকায় ক্লোজ হয়েছে।
advertisement
3/6
নেট রেভেনিউ (Bandhan Bank Net Revenue) গত বছর এই সময়ে ছিল ৩৫৬০ কোটি টাকা। এবার সেই একই ত্রৈমাসিকে নেট রেভেনিউ সামান্য হ্রাস পেয়ে পৌঁছে গিয়েছে ৩৪৫৬ কোটি টাকায়। এদিকে আবার গত বছর একই ত্রৈমাসিকে প্রভিশনস ছিল ১৩৭৬ কোটি টাকা। এই বছর তা কমে পৌঁছে গিয়েছে ১২৬০ কোটি টাকায়। অপারেটিং প্রফিট ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১৪.৫ শতাংশ হ্রাস পেয়ে ১৫৭১ কোটি টাকায় এসে ঠেকেছে। এই ত্রৈমাসিকের জন্য নেট ইন্টারেস্ট মার্জিন ছিল ৬.৭ শতাংশ।
advertisement
4/6
আগের তিন মাসের তুলনায় মোট এবং নেট নন-পারফর্মিং অ্যাসেট মূলত অপরিবর্তিত ছিল, যথাক্রমে ৪.৭ শতাংশ এবং ১.৩ শতাংশ। কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দ্বারা প্রতিফলিত লো-কস্ট ডিপোজিট মার্চ মাসের শেষে অনেকটাই কমে ৩১.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। যা ঠিক এক বছর আগে ছিল ৩৭.০৯ শতাংশ। যে কোনও ঋণদাতার জন্য CASA হল - তহবিলের সবচেয়ে সস্তা উৎসগুলির মধ্যে একটি। ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে যে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কস্ট অফ ক্রেডিট বেশি থাকবে বলে তাদের প্রত্যাশা রয়েছে।
advertisement
5/6
আবার ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া গোটা বছরে গ্রস অ্যাডভান্সেস ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৩৭ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। আবার টোটাল ডিপোজিট ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। নেট ইন্টারেসিট মার্জিন এসে দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। এটা বিগত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রভিশন কভারেজ রেশিও রয়েছে ৮৬.৫ শতাংশে।
advertisement
6/6
আর্থিক বছর ২৫-এ বন্ধন ব্যাঙ্কের নেট রেভেনিউ ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১৬ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ১৪৪৫৮ কোটি টাকায়। নেট ইনকাম ইন্টারেস্ট ১১ শতাংশ বেড়ে ১১৪৯১ কোটি টাকায় পৌঁছেছে। অপারেটিং প্রফিট ১১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৭৩৮৯ কোটি টাকায়। প্রসঙ্গত, সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, এই ব্যাঙ্কের ৬৩০০টিরও বেশি আউটলেট রয়েছে। আর রয়েছে প্রায় ৭৫ হাজার কর্মচারী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank Q4 Results: বন্ধন ব্যাঙ্কের Net profit ৪৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৩১৮ কোটি টাকায়, শেয়ার প্রতি ১.৫ টাকা ডিভিডেন্ডেরও ঘোষণা, প্রকাশ্যে এল চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল