ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন? উত্সবের মরশুমে প্রচুর ডিসকাউন্ট এবং...
Last Updated:
advertisement
1/5

বাড়ি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন? হোম লোনের জন্য বিভিন্ন ব্যাঙ্কে কথাবার্তা চালালে একটু অপেক্ষা করে যান৷ এখন যে দাম দেখছেন, তার চেয়ে অনেকটাই কমে যেতে পারে দাম৷ একগুচ্ছ অফার তৈরি করছেন বিল্ডাররা৷
advertisement
2/5
সামনেই উত্সবের মরশুম৷ গ্রাহকদের জন্য অনেক ডিসকাউন্ট দেবেন বিল্ডাররা৷ যাকে বলে পুজো অফার৷ এমনকী ফ্ল্যাট বুকিংয়ে গাড়ি-সহ একাধিক আকর্ষণীয় উপহারও মিলবে৷
advertisement
3/5
পজেশনের আগে ইএমআই না দেওয়ার বিকল্প অফারও থাকছে৷ দিল্লিতে দীপাবলিতে তনিষ্ক বা আর্বান ল্যাডারের মতো সংস্থাগুলির গিফট কুপোন দিচ্ছে নামী রিয়েল এস্টেট সংস্থাগুলি৷
advertisement
4/5
কিছু বড় রিয়েল এস্টেট সংস্থা গ্রাহক টানার জন্য উত্সবের মরশুমে ফ্ল্যাটের সঙ্গে আসবাবপত্র জিরো ইএমআই-য়ে দিচ্ছে৷ তাই একটু অপেক্ষা করলেই এই অফারগুলির সুবিধা ভোগ করতে পারবেন আপনিও৷
advertisement
5/5
রিয়েল এস্টেট সংস্থাগুলির বক্তব্য, উত্সবের মরশুমে গতবারের চেয়ে এ বছর একলাফে ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যাবে ফ্ল্যাট কেনার হার৷ তাই গ্রাহকদের জন্য নানা অফার থাকবেই৷