TRENDING:

Atal Pension Yojana: দিনে ১০ টাকার কম বিনিয়োগেই ৬০ হাজার পেনশন! মোদি সরকারের এই স্কিমে বাঁচবে ট্যাক্সও, জানুন বিস্তারিত...

Last Updated:
Atal Pension Yojana:দেশের প্রবীণ নাগরিকদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন কিছু স্কিম বাজারে নিয়ে আসা হয়েছে-- যে স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবনে পাওয়া যাবে আর্থিক নিরাপত্তা।
advertisement
1/8
দিনে ১০ টাকার কম বিনিয়োগেই ৬০ হাজার পেনশন! মোদি সরকারের এই স্কিমে বাঁচবে ট্যাক্স
অবসরজীবন কেমন যাবে? এই চিন্তায় ঘুম আসছে না এমন মানুষের অভাব নেই দেশে। কিন্তু জানেন কী একটু আগাম পরিকল্পনা করে চললেই সুরাহা হতে পারে শেষের সেই হলুদ বসন্তের দিনগুলিতে। স্থায়ী রোজগার ছাড়া একজন মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন।
advertisement
2/8
কিন্তু ভেবে দেখুন, অবসরজীবনের পর একজন নাগরিককে ঠিক কুড়ি থেকে পঁচিশ বছর কোনওরকম স্থায়ী রোজগার ছাড়াও দিন গুজরান করতে হয়। তাই দরকার সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনার জন্য দরকার ঠিকঠাক মাত্রায় বিনিয়োগ। আর বিনিয়োগের ক্ষেত্রে সরকারি বিনিয়োগের মতো নিশ্চিন্ত বিনিয়োগ খুব কমই হয়।
advertisement
3/8
দেশের প্রবীণ নাগরিকদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন কিছু স্কিম বাজারে নিয়ে আসা হয়েছে-- যে স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবনে পাওয়া যাবে আর্থিক নিরাপত্তা। এগুলির ক্ষেত্রে বিনিয়োগ অতি সামান্য। বদলে রিটার্নের পরিমাণ অনেকটাই বেশি। এইরকমই বেশ কিছু স্কিমের মধ্যে একটি হল অটল পেনশন যোজনা ( Atal Pension Yojana)। এই স্কিমে অতি অল্প টাকা বিনিয়োগের মাধ্যমে অবসরজীবনের জন্য পাওয়া যাবে নিরাপত্তা।
advertisement
4/8
বয়সসীমা: যে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। শর্ত কেবলমাত্র দুটি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং দুই আন-অর্গানাইজড সেক্টর বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে। তবেই ১৮-৪০ বছরের মধ্যে যে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
advertisement
5/8
যেহেতু Atal Pension Yojana একটি সরকারি স্কিম তাই এর টাকা সম্পূর্ণভাবে নিরাপদ। টাকা নষ্ট হওয়ার ভয় নেই। একইসঙ্গে টাক হারাবারও ভয় নেই। এও স্কিম ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে কাজ করে থাকে। দীর্ঘমেয়াদি স্কিম হিসেবে এর জনপ্রিয়তাও বিপুল৷
advertisement
6/8
বিনিয়োগের জন্য কত টাকা প্রয়োজন? খুব অল্প টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। আপনার বিনিয়োগের পরিমাণ আসলে আপনার নির্ধারিত পেনশন প্ল্যানের উপর নির্ভর করে থাকে। এই স্কিমে আপনি ১০০০ টাকা, ২০০০ টাকা, ৪০০০ টাকা এবং ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পেতে পারেন। এদের মধ্যে আপনি যে স্কিম নির্ধারণ করবেন-- সেই অনুযায়ী বিনিয়োগ করতে হবে।
advertisement
7/8
ধরে নিচ্ছি আপনি মাসিক ৫ হাজার টাকা পেনশন পেতে চান। মাসিক পাঁচ হাজার টাকা মানে বছরে ৬০ হাজার টাকা। এই স্কিমের বিশেষত্ব হচ্ছে আপনি এই স্কিমের সুবিধা পাবেন আপনার অবসরজীবনের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে এসে। অর্থাৎ আপনি যদি ১৮ বছর থেকে বিনিয়োগ করতে শুরু করেন-- তবে আপনার হাতে থাকছে মোট ৪২ বছর।
advertisement
8/8
আপনাকে সেক্ষেত্রে প্রতি মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করতে হবে। মাসে ২১০ টাকা মানে দিনে ৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। এতো সামান্য বিনিয়োগের মাধ্যমে কিন্তু সহজেই আপনি বাড়িয়ে নিতে পারেন আপনার বেলাশেষের দিনগুলির অর্থনৈতিক নিরাপত্তা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Atal Pension Yojana: দিনে ১০ টাকার কম বিনিয়োগেই ৬০ হাজার পেনশন! মোদি সরকারের এই স্কিমে বাঁচবে ট্যাক্সও, জানুন বিস্তারিত...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল