Amul milk price drop: দাম কমল আমূল দুধের, তিন ধরনের জনপ্রিয় দুধের দামে বদল! বড় ঘোষণা সংস্থার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দাম কমানোর কোনও কারণ না জানানো হলেও চলতি বাজারে প্রতিযোগীদের পিছনে ঠেলে বাজার দখল করতেই আমূল এই কৌশল নিল বলে মনন করা হচ্ছে৷
advertisement
1/5

দাম বাড়ছে না, বরং সস্তা হচ্ছে আমূল দুধের দাম৷ এ দিনই সংস্থার পক্ষ থেকে এই বড় ঘোষণা করা হয়েছে৷
advertisement
2/5
আমূল জানিয়েছে, তাদের জনপ্রিয় তিন ধরনের দুধের দাম সস্তা হচ্ছে৷ এই তালিকায় রয়েছে আমূল গোল্ড, আমূল টি স্পেশ্যাল এবং আমূল তাজা দুধ৷
advertisement
3/5
সংস্থার ঘোষণা অনুযায়ী, তিন ধরনের দুধেই লিটার পিছু ১ টাকা করে দাম কমছে৷ এর ফলে এক লিটার আমূল গোল্ড দুধের দাম পড়বে ৬৫ টাকা৷
advertisement
4/5
১ লিটার আমূল তাজা দুধের নতুন দাম হচ্ছে ৫৩ টাকা৷ আমূল টি স্পেশ্যাল দুধটির ১ লিটারের দাম দাঁড়াচ্ছে ৬১ টাকা৷
advertisement
5/5
দাম কমানোর কোনও কারণ না জানানো হলেও চলতি বাজারে প্রতিযোগীদের পিছনে ঠেলে বাজার দখল করতেই আমূল এই কৌশল নিল বলে মনন করা হচ্ছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Amul milk price drop: দাম কমল আমূল দুধের, তিন ধরনের জনপ্রিয় দুধের দামে বদল! বড় ঘোষণা সংস্থার