এবার অনলাইনে এক ক্লিকেই মিলবে বিয়ার-হুইস্কি! জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার বিশেষ রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে
advertisement
1/5

সরকারের রাজকোষে সবচেয়ে বেশি রাজস্ব দেয় অ্যালকোহল ইন্ডাস্ট্রি ৷ তবুও এই শিল্পের জন্য নিয়ম নীতিতে বেশ কিছু কড়াকড়ি থাকে ৷ তবে এবার নাকি এই নিয়মে কিছু বদল আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যমেপ খবর অনুযায়ি খুব শীঘ্রই এই ব্যবস্থায় এক বড়সড় বদল আসতে চলেছে ৷ Photo- Representive
advertisement
2/5
International Spirits and Wine Association of India-র এক্সিকিউটিভ চেয়ারম্যান অমৃত কিরণ সিং জানিয়েছেন খুব শীঘ্রই অনলাইনে মদ বিক্রি চালু হতে চলেছে ৷ এই পর্যায়ে গ্রাহকরা তাদের প্রিয় ব্র্যান্ডে ঘরে বসে এক ক্লিকেই পেয়ে যাবেন ৷ Photo- Representive
advertisement
3/5
জিএসটি ছাড়া মদ অন্যতম রাজস্ব আদায়ের মাধ্যম তাই রাজ্যগুলি চাইছে দ্রুত নিজেদের রাজস্ব আয়ের পরিমাণ বাড়াতে ৷ এই মুহূ্কে ই কমার্স অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তাই সেখান থেকেও যাতে বেশি রাজস্ব আদায় করা যায় তাই এই অভিনব উদ্যেগ বাস্তবায়িত করতে চাইছে রাজ্যগুলি ৷ ইতিমধ্যেই কর্ণাটক এই পথে অনেকটা এগিয়ে গিয়েছে ৷ Photo- Representive
advertisement
4/5
অ্যালকোহলকে জিএসটি থেকে বাঁচতে মরিয়া রাজ্য সরকাররা ৷ তারা সবকে একজোট হয়ে জানিয়েছে সিএবি -র জিএসটি-র ওপরে তখনই সই করবে তখন যখন মদকে ের বাইরে রাখা হবে ৷ Photo- Representive
advertisement
5/5
মদের থেকে রেভিনিউ আরও বাড়াতে ও অর্থনীতিতে অর্থের যোগান চালু রাখতে এই নতুন পদক্ষেপ ওঠাতে বদ্ধপরিকর ৷ Photo- Representive