Air India Sale: পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! এয়ার ইন্ডিয়ার চার দিনব্যাপী সেলে বিমানের টিকিট মিলছে অবিশ্বাস্য কম দামে!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Air India Ticket Sale: ডোমেস্টিক এবং আন্তর্জাতিক সমস্ত নেটওয়ার্ক রুটেই এই সেল শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অগাস্ট, ২০২৩ তারিখ থেকে। আর চার দিনব্যাপী সেল চলবে আগামী ২০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত।
advertisement
1/6

ভ্রমণার্থীদের জন্য দারুন সুখবর। কারণ দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত নেটওয়ার্ক রুটেই ৪ দিনব্যাপী সেলের অফার দিচ্ছে এয়ার ইন্ডিয়া। এর ফলে ইকোনমি ক্লাসের বিমানের ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৪৭০ টাকা থেকে। বৃহস্পতিবার টাটা গ্রুপের মালিকানাধীন ওই বিমান সংস্থা দুর্দান্ত এই অফারের কথা ঘোষণা করেছে।
advertisement
2/6
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, ডোমেস্টিক এবং আন্তর্জাতিক সমস্ত নেটওয়ার্ক রুটেই এই সেল শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অগাস্ট, ২০২৩ তারিখ থেকে। আর চার দিনব্যাপী সেল চলবে আগামী ২০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত।
advertisement
3/6
ইকোনমি ক্লাসের জন্য ওয়ান-ওয়ে অল-ইনক্লুসিভ ডোমেস্টিক ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৪৭০ টাকা থেকে। আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে এই ভাড়া শুরু হচ্ছে ১০১৩০ টাকা থেকে। আর ওই একই ভাড়া কয়েকটি বাছাই করা আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও প্রযোজ্য থাকছে। তবে এই সেলে টিকিট কাটলে যাত্রীদের আগামী ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ৩১ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যেই এয়ার ইন্ডিয়ার উড়ানে ভ্রমণ করতে হবে।
advertisement
4/6
সম্প্রতি নতুন লোগো প্রকাশ্যে এনেছে ওই বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার কিংবদন্তী ম্যাসকট মহারাজা অবসর নেবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে এয়ার ইন্ডিয়া আশ্বস্ত করে জানিয়েছে যে, অবসর নিচ্ছেন না মহারাজা। তবে তাঁর ভূমিকায় কিছুটা বদল আসতে চলেছে। এখন ম্যাসকট হিসেবে আর দেখা যাবে না মহারাজাকে।
advertisement
5/6
বিমান সংস্থার প্রিমিয়াম ক্লাসগুলিতে এবং বিমানবন্দরের লাউঞ্জে দেখা মিলবে কিংবদন্তী মহারাজার। ১৯৪৬ সালে বিমান সংস্থার কমার্শিয়াল ডিরেক্টর ববি কুকা এই মহারাজা ম্যাসকট তৈরি করেছিলেন। দিন কয়েক আগেই টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আধুনিক নতুন ব্র্যান্ড আইডেন্টিটি প্রকাশ করেছে। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছে নয়া এয়ারক্র্যাফট লিভারিও।
advertisement
6/6
যার মধ্যে প্রতিফলিত হচ্ছে সাহসী নতুন ভারতের ছোঁয়া। এয়ার ইন্ডিয়ার নতুন লুক হিসেবে বাছা হয়েছে চিরাচরিত ভারতীয় জানলার ফ্রেম। ঐতিহাসিক ভাবে যা এয়ার ইন্ডিয়া ব্যবহার করে আসছে। সোনালি জানলার এই ফ্রেমকে সম্ভাবনার জানলার প্রতীক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Air India Sale: পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! এয়ার ইন্ডিয়ার চার দিনব্যাপী সেলে বিমানের টিকিট মিলছে অবিশ্বাস্য কম দামে!