দেশ ভাগের পরে এই সময় পর্যন্ত পাকিস্তানের হয়েও কাজ করেছে রিজার্ভ ব্যাঙ্ক
Last Updated:
advertisement
1/19

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ কোনও দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কই সেই দেশের অর্থনৈতিক ঐতিহ্য বজায় রাখার একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ অংশ ৷ এই কারণেই বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাঙ্ক ১৯০০ সালে স্থাপিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/19
আরবিআই এর সঞ্চালনামূলক গ্রন্থে কার্যপদ্ধতি, রীতিনীতি ইত্যাদি বর্ণিত রয়েছে ৷ দ্য প্রবলেমস অফ রূপী - ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/19
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে ১৯৩৪ সালে ৷ ১৯৩৫ এর পয়লা এপ্রিল থেকে সম্পূর্ণ কাজ শুরু হয়েছে ৷ হিল্টন ইয়ং কমিশনের সুপারিসেই স্থাপিত হয়েছে বিজার্ভ ব্যাঙ্ক ৷ ১৯২৬ সালে গয়াল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/19
কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্মাণ হয়েছিল নোটের নির্দেশ দেওয়ার জন্য, টাকা পয়সার স্থিতাবস্থা চিরস্তরে থাকার জন্য রিজার্ভ ব্যাঙ্কে মুদ্রা গচ্ছিত নীতি ৷ ক্রেডিট ক্রেডিট আর কারেন্সি পদ্ধতি লাভ্যাংশের উদ্দেশে সঞ্চালিত করা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/19
রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠার পরে সরকারের বেশ কিছু দায়িত্ব কাঁদে তুলে নিয়েছে ৷ সেই সময়ে সেই সময়ে সরকারের পক্ষে কন্ট্রোলার অফ কারেন্সি দেখাশোনা করার জন্য অন্য নিবেদিত সংস্থা ছিল ৷ এচাড়াও সরকারের খাতায় মোট ঋণ নেওয়ার বিষয়টি উল্লেখ রাখত ৷ এর আগে কলকাতা, বম্বে, মাদ্রাজ, রেঙ্গুন, করাচি, লাহৌর, কানপুরে কার্যলয় ছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/19
১৯৩৭ সালে বার্মায় (মায়ানমার) ভারতীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে গিয়েছিল ৷ সেই সময়ে রিজার্ভ ব্যাঙ্ক জাপানের অধীনস্থ হয়ে পড়েছিল ৷ ১৯৪৭ সাল পর্যন্ত জাপানের কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসেবে কাজ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/19
দেশ ভাগের পরেও রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানেরও কেন্দ্রীয় ব্যাঙ্ক ছিল ৷ প্রায় ১৯৪৮ সাল পর্যন্ত ৷ যতক্ষণ না স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান কাজ শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/19
রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠার পর থেকেই কৃষিক্ষেত্রে বিকাশ বা প্রগতির মুখ দেখেছে দেশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/19
RBI আরবিআই এর লোগো ইস্ট ইন্ডিয়া কম্পানি নির্দারিত করেছিল ৷ পরে লোগোতে সিংহের বদলে চিতাবাঘের ছবি দিয়ে পরিবর্তিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/19
খুচরো পয়সা ও এক টাকার নোট চাপানোর প্রথম দায়িত্ব পেয়েছিল RBI, এর থেকেই আস্তে আস্তে সব অধিকার ভারত সরকারের হাতে আসতে শুরু করেছে ৷ সমস্ত আকার বা আকৃতি নির্ধারিত করেছে ভারত সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/19
এরপরে RBI ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকার নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/19
২০১৩-১৪ সালে আরবিআই মুনাফার পরিমাণ ৫২,৬৭৯ কোটি টাকা হিসেবে জানিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/19
শুনতে কেমন লাগলেও RBI এ গ্রেড ২ কোনও কর্মাচারী কাজ করেননা ৷ কেবলমাত্র RBI এর গ্রাড ১, ৩ আর গ্রেড ৪ এ কর্মীরা কাজ করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/19
RBI নকল নোটের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে www.paisaboltahai.rbi.org.in ৷ সেখান থেকেই নকল নোট প্রকাশ্যে আনার বিস্তারিত তথ্য সামনে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/19
RBI নাগপুরে সর্ব বৃহৎ সোনার লকার রাখা আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/19
RBI এর প্রথম হেড অফিস কলকাতায় খোলা হয়েছিল ৷ পরে ১৯৩৭ সালে স্থানান্তরিত হয়েছে মুম্বইয়ে ৷ পরে এই কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর পদের গঠন ও একাধিক নিয়ম নীতি গঠন করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/19
পয়লা এপ্রিল ১৯৩৫ একটি বেসরকারি সংস্থার মত প্রস্তুত হয়েছিল ৷ এখন এই সংস্থা একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা তবে ১৯৪৯ সাল পর্যন্ত রাষ্ট্রীয়করণ হয়নি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/19
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি RBI গভর্নর রূপেও কাজ করেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
19/19
সিডি দেশমুখ RBI এর প্রথম ও দ্বিতীয় গভর্নর হিসেবে কাজ করেছেন ৷ পরবর্তীকালে শেয়ার হোল্ডার হওয়ার থেকে কেন্দ্রীয় সংস্থায় পরিণত হয়েছে ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দেশ ভাগের পরে এই সময় পর্যন্ত পাকিস্তানের হয়েও কাজ করেছে রিজার্ভ ব্যাঙ্ক