UPI পেমেন্টের ক্ষেত্রে আসতে চলেছে বড় পরিবর্তন! এবার থেকে অনলাইন পেমেন্টে লাগবে না কোনও পিন!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইন মাধ্যম বহুল ব্যবহৃত। কিন্তু, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই বিষয়ে, কেন্দ্রীয় সরকারের বিত্ত পরিষেবা বিভাগের সচিব এম. নাগারাজু মঙ্গলবার ঘোষণা করেন যে, ভারত সরকার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত আপডেট আনতে চলেছে।
advertisement
1/5

আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইন মাধ্যম বহুল ব্যবহৃত। কিন্তু, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই বিষয়ে, কেন্দ্রীয় সরকারের বিত্ত পরিষেবা বিভাগের সচিব এম. নাগারাজু মঙ্গলবার ঘোষণা করেন যে, ভারত সরকার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত আপডেট আনতে চলেছে। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হল লেনদেন যাচাই প্রক্রিয়া আরও নিরাপদ ও সহজ করা, যাতে ব্যবহারকারীরা আরও দ্রুত ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারেন।
advertisement
2/5
নতুন ব্যবস্থায় সরকার ফিঙ্গারপ্রিন্ট ও মুখের চেহারাভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। এর ফলে ব্যবহারকারীদের আর UPI পিন ম্যানুয়ালি প্রবেশ করাতে হবে না। অর্থাৎ, এটি হবে একেবারে পিন-মুক্ত লেনদেন পদ্ধতি।
advertisement
3/5
ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস রিকগনিশন যাচাইকরণ: নতুন আপডেট কার্যকর হলে ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসের বায়োমেট্রিক সেন্সর বা ফেস আইডি ব্যবহার করে সরাসরি লেনদেন করতে পারবেন। এটি বর্তমানে ব্যবহৃত পিন প্রবেশ করানোর প্রক্রিয়ার বিকল্প হিসেবে কাজ করবে।
advertisement
4/5
পিন ফ্রি- এই প্রসঙ্গে পরিষেবা বিভাগের সচিব এম. নাগারাজু একই সঙ্গে জানিয়েছেন ইউনিক পার্সোনাল আইডেনটিফিকেশন নম্বর (পিআইএন)-এর কোনও প্রয়োজন পড়বে না।
advertisement
5/5
ট্র্যান্সকশন লিমিট- বায়োমেট্রিক অর্থাৎ ফেসিয়াল রেকগনিশন বা ফেশিয়াল রেকগনিশন হলেও প্রতি দিন ৫ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPI পেমেন্টের ক্ষেত্রে আসতে চলেছে বড় পরিবর্তন! এবার থেকে অনলাইন পেমেন্টে লাগবে না কোনও পিন!