TRENDING:

Stock Market: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো

Last Updated:
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, বাজেটে কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, এমএসএমই-কে সহায়তা প্রদান এবং মধ্যবিত্তের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে।
advertisement
1/7
আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো
বাজেট ঘোষণার পর থেকেই টালমাটাল শেয়ার বাজার। মূলধন লাভ কর একধাক্কায় অনেকটাই বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফিউচার এবং অপশন ট্রেডারদের মাথায় হাত পড়ে গিয়েছে। অন্য দিকে, সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমানোয় হাসি ফুটেছে জুয়েলার্স ব্যবসায়ীদের মুখে।
advertisement
2/7
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, বাজেটে কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, এমএসএমই-কে সহায়তা প্রদান এবং মধ্যবিত্তের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। তবে ২০২৪-২৫ পূর্ণাঙ্গ বাজেট থেকে লাভ ঘরে তুলবে বেশ কিছু কোম্পানি। তাদের শেয়ারের দাম স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে।
advertisement
3/7
যেমন টাইটান। সোনা, রুপোর দাম কমায় লাভবান হবে তারা। আবার আইটিসি-র শেয়ারের দামও আগামী দিনে বাড়তে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। কারণ বাজেটে টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত রেখেছেন নির্মলা। ফলে কোম্পানির প্রবৃদ্ধি বজায় থাকবে।
advertisement
4/7
বিনিয়োগকারীদের আইটিসি-র শেয়ার কেনার পরামর্শ দিয়েছে Jefferies। ৫৮৫ টাকা লক্ষ্য মূল্য রাখা হয়েছে। ১৭ শতাংশ লাভের অনুমান করছে ব্রোকারেজ সংস্থা। তাদের কথায়, “টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত থাকায় সবচেয়ে বেশি লাভ হবে আইটিসির।“জেফরিস মনে করছে, ২০২৬-এর মার্চ মাস পর্যন্ত জিএসটি করও একই থাকবে। মর্গ্যান স্ট্যানলিও আইটিসি-র শেয়ারের দাম বৃদ্ধির অনুমান করছে। তাদের মতে, টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত থাকার কারণে আইটিসির ব্যবসা আরও বাড়বে।
advertisement
5/7
আমদানি শুল্ক হ্রাসের কারণে টাইটান উপকৃত হবে বলে জানিয়েছে ম্যাককুয়ারি। তাদের দাবি, FY26 এবং FY27E শেয়ার প্রতি আয় ১ শতাংশ এবং ২ শতাংশ বাড়তে চলেছে। সিএলএসএ বলেছে, আমদানি শুল্ক কমানোর ফলে সোনার দামও কমবে, যা টাইটানের জন্য ইতিবাচক।
advertisement
6/7
পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, বাজেটে প্রত্যক্ষ কর হ্রাসের কারণে সম্ভাব্য সঞ্চয় বাড়বে। সংগঠিত খাতের কর্মীরা আরও বেশি ডায়রেক্ট ট্রান্সফার বেনিফিটের সুবিধা পাবেন।
advertisement
7/7
এর ফলে গ্রামীণ অর্থনীতিও প্রভাবিত হবে বলে মনে করছে সিএলএসএ। উপকৃত হতে চলেছে অ্যাভিনিউ সুপার, জোম্যাটো, টাইটান, ভিবিএল, আইটিসি এবং নেসলের মতো কোম্পানি। আবার সোনা, রুপোর মতো ধাতুর সঙ্গে যুক্ত কোম্পানিগুলির জন্য এই বাজেট ইতিবাচক বলে মনে করছে ফিলিপক্যাপ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Stock Market: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল